নিজস্ব প্রতিনিধি:-
ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীন বলেছেন, দেশ এখন স্বৈরাচারমুক্ত । ছাত্র জনতার গণ আন্দোলনে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যায় হাসিনা। বৈষম্যবিরোধী ছাত্র জনতা আমাদের একটি নতুন স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছে । স্বৈরাচারী হাসিনার বন্দিশালা থেকে মুক্তি লাভ করেছে সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া । তিনি দ্রুত সুস্থ হয়ে আমদের মাঝে ফিরবেন।
১৬ আগস্ট ২০২৪ ইং শুক্রবার ফটিকছড়িতে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে সুস্থতায় দোয়া মাহফিলের আলোচনায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, স্বৈরাচারমুক্ত করতে স্বৈরাচরীর গুলিতে শাহাদাত বরণ করেছে আবু সাইদ,মুগ্ধ,ছাত্রদল নেতা ওয়াসিম আকরামসহ অসংখ্য ছাত্র জনতা। তাদরে রক্তের বিনিময়ে আমরা একটি স্বাধীনতা পেলাম। দেশ থেকে স্বৈরাচারমুক্ত করতে আবু সাইদ,ওয়াসিমসহ যে সকল ছাত্র জনতা শাহাদাত বরন করেছেন তাদরে রূহের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। তারেক রহমানেরও দীর্ঘায়ু কামনায় তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.