সংবাদ শিরোনাম :
ফটিকছড়ি আজ ঔষধের দোকানে ম্যাজিস্ট্রেটের অভিযানে অর্থদন্ড

নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০২:০৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫ ৩১ বার পড়া হয়েছে

আজ (১৯/০৮/২০২৫) নাজিরহাট পৌরসভার মেডিকেল রোডে ( উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশে) সকাল ১০:১৫ থেকে দুপুর ১২:০০ টা পর্যন্ত বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয়, ড্রাগ লাইসেন্স ব্যতীত ব্যবসা পরিচালনা করা সহ বিভিন্ন অপরাধে ৫ টি ফার্মেসিকে ৪৪০০০/ ( চুয়াল্লিশ হাজার টাকা) অর্থদণ্ড প্রদান করা হয়। এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: নজরুল ইসলাম। এসময় তাকে সাহায্য করেন ফটিকছড়ি থানা পুলিশের একটি টিম এবং নাজিরহাট পৌরসভার একটি টিম। নেতৃত্ব দেওয়া নজরুল ইসলাম বলেন, স্বাস্থ্য সেবা ও জনস্বার্থে এই ধরনের অভিযান চলমান থাকবে।