ফটিকছড়ির আবদুল্লাপুরে মাদক ও অস্ত্র সহ আবদুল হালিম ইমন নামে এক যুবক আটক

- আপডেট সময় : ০৩:৩৩:০৯ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫ ৫১ বার পড়া হয়েছে

ফটিকছড়ির আবদুল্লাপুরে মাদক ও অস্ত্র সহ আবদুল হালিম ইমন নামে এক যুবক আটক।
এলাকাবাসীর সূত্রে জানা যায় বাংলাদেশ আর্মির ফটিকছড়ি উপজেলার দায়িত্বরত ফোর্সের অভিযানে আজ বুধবার ভোর ৫ টায় নিজ গৃহ হতে আটক করে। এই সময় তার কাছে বিপুল পরিমাণ মাদক, ইয়াবা, নগদ সাড়ে নয় লক্ষ টাকা, ১১টি ধারালো দেশীয় অস্ত্র, একটি কাটার, তিনটি রেজার লাইট ও কয়েক রাউন্ড গুলিসহ তিনটি বিদেশি অস্ত্র উদ্ধার করে। আটককৃত ব্যাক্তির নাম আব্দুল হালিম ইমন (৩৫), পিতা: মো: শফি, মাতা: ছকিনা বেগম, ছমদ চেয়ারম্যান বাড়ি, ওয়ার্ড নং: ৪, গ্রাম: আবদুল্লাপুর, ফটিকছড়ি, চট্টগ্রাম বলে জানা যায়। জানা যায় ভোর ৩ টা হতে সকাল ৯ টা পর্যন্ত এই অভিযন চলে। অস্ত্র উদ্ধারের লক্ষ্যে প্রতিটি বসতঘর করা পাহারায় রাখে অভিযান দল। স্বীকার অনুযায়ী পাশের পুকুর / ডোবার পানি মেশিন দিয়ে পুরো পানি ফেলে দেওয়া হয় বলে এলাকাবাসী জানায়। এই অভিযানে খিরাম আর্মি ক্যাম্পের অধিনে পরিচালিত হয়। এতে কমান্ডার ছিলেন বিএ-৯০০১ মেজর সাইফুর রহমান তুর্জো ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিজেও-৫২৬৪১ সিনিঃ ওয়াঃ অফিঃ মোঃ আতিকুর রহমানসহ ২৩ জন জনবল উপস্থিত ছিলেন। এই বিষয়ে সেনা অফিসার বলেন সকল প্রক্রিয়া শেষ করে নিয়ম অনুযায়ী ফটিকছড়ি প্রশাসন কে হস্তান্তর করা হবে।