ফটিকছড়িতে মায়ের পরকীয়ায় বলি হলেন নিজ সন্তান
- আপডেট সময় : ১২:৫৪:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫ ৯৮ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিনিধি:সমাজ অধপতনের আরেক স্থর নিচে নেমে এল ফটিকছড়ি বাসীর। জন্ম নিচ্ছে নিত্য নতুন ভাঙ্গা গড়ার খেলা। ফটিকছড়ির নারায়ণহাট ইউনিয়নের বাউদ্দার পাড় এলাকায় এক নি’র্ম’ম হ’ত্যাকা’ণ্ডে ২১ বছর বয়সী কামরুল হাসান কাউসার নি’হ’ত হয়েছেন। হত্যা’কা’ণ্ডে তাঁর নিজের মা ও মায়ের পরকীয়া প্রেমিক জড়িত থাকার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নাতী হ’ত্যা’র বিচার চেয়ে নিজের মেয়ের বিরুদ্ধে মা’ম’লা করেছেন নিহতের নানী। হত্যাকারী মা সম্পর্কে মামলার বাদী নাতির পক্ষে দাবি করেছেন, “আমার নাতির হ’ত্যা’কারী আমার মেয়ে। আমি চাই, যেভাবে আমার না’তি’কে হ’ত্যা করা হয়েছে, ঠিক সেভাবে তারও মৃ’ত্যু নিশ্চিত করা হোক।” গত ৬ অক্টোবর সকালে পণ্ডিত বাড়ি থেকে কামরুলের ম’র’দেহ উদ্ধার করা হয়। প্রতিবেশীরা জানান, সকালে তারা কাউসারের মায়ের কান্নার শব্দে ছুটে এসে বিছানায় তাঁর নিথর দে’হ দেখতে পান। এ সময় তার শরীরে বিভিন্ন স্থানে কা’টা এবং র’ক্তে’র দাগ দেখা গেছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং নিহতের মাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। কামরুল ছিলেন ওই এলাকার দুবাই প্রবাসী কামাল ভূঁইয়ার পুত্র। জানতে চাইলে মঙ্গলবার সন্ধ্যায় ভূজপুর থানার ওসি মাহবুবুল আলম বলের, ‘প্রাথমিক তদন্তে পরকীয়ার ঘটনা জেনে যাওয়ায় কাউসারকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মায়ের সম্পৃক্ততার বিষয় উঠে আসছে।’














