ফটিকছড়িতে বাইক দূর্ঘটনায় প্রবাসীর মৃত্যু

- আপডেট সময় : ০৮:০২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ৯১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:-
ফটিকছড়ি উপজেলার ১৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ড এর রোশানা বাপের বাড়ির মরহুম বীর মুক্তিযোদ্ধা ইদ্রিসের একমাত্র সন্তান প্রবাসী জিয়াউল হাসান জিয়া ( বাবু) (৩৭ বছর) নামের এই ছেলেটি গতকাল চট্টগ্রাম বায়েজিদ শেরশাহ লিংক রোডে কারের সাথে সংঘর্ষে মৃত্যু বরণ করেন।
নিহত জিয়াউল হাসান আজ সকাল ১০ টায় আরব আমিরাতে চলে যাওয়ার কথা। গতকাল বিকেলে তার নিজ বাইক তার বন্ধুর কাছে ছিল, বন্ধুর বাইক তার কাছে ছিল। বাইক বদল করে আসার পথে সন্ধ্যার সময় এই দূর্ঘটনার স্বীকার হন। তার আগে বিকেল বেলা তার আড়াই বছরের সন্তান কে খেলনা কিনে দেন জিয়া। তার আগের দিন গ্রামের সবার থেকে বিদায় নিয়ে শহরে চলে যান। কথা ছিল আজ সকাল ১০ টায় প্রবাসে পাড়ি দিবেন কিন্তু ভাগ্য নির্মম পরিহাস মোটর বাইক দুর্ঘটনায় ত্যাগ করলেন পৃথিবীর মায়। গত কাল সন্ধ্যা ৬ টা বিশ মিনিটের সময় চট্টগ্রাম নগরীর বায়েজিদ লিংক রোডে একটি প্রভেট কার তাকে পিছন থেকে আঘাত করলে আহত অবস্থায় সাউর্দান হাসপাতালে নিয়ে সেখানে প্রয়োজনীয় চিকিৎসা দিতে ব্যর্থ হলে সাথে সাথে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই, তার কিছুক্ষণ পর আবারবও নিয়ে যাওয়া হয় চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মূহুর্তে এই খবর সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পরলে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসে। তার এই আকস্মিক মৃত্যুতে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার চোখে নেমে এসে কান্নার ঢল।
তার এই মৃত্যু কোনভাবেই মানতে পারছে না তার পরিবারের কেউ,জিয়াউল হাসান জিয়া পরিবারের একমাত্র সন্তান, তার বাবা-মা কেউ বেঁচে নেই, তার রয়েছে আড়াই বছরের সান্তান। এলাকায় কথা বলে জানা যায় জিয়াউল হাসান বাবু খুব বাইক প্রেমিক ছিলেন। তার সংগ্রহে রয়েছে ৩/৫ লক্ষ টাকার বাইক। দেশে আসলে বন্ধুদের সাথে বাইক রাইডার হিসেবে রেসে অংশ নিতেন। আজ সকাল ১১ টায় তার গ্রামের বাড়ির বাস ভবনের সাথে লাগানো তাদের দাফন করা হয়। এলাকা ও তার ঘরে চলছে শোকের মাতম।