নিজস্ব প্রতিনিধি: আল-নুর ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ১০ম তম নুর মেধাবৃত্তি (ফটিকছড়ি জোনের) পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৭ সেপ্টেম্বর, শনিবার বিকাল ৩টায় ফটিকছড়ি উপজেলা পরিষদস্থ শহীদ শফিকুন নুর মওলা (বীরপ্রতীক) মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বোর্ডের চেয়ারম্যান প্রিন্সিপাল রায়হানুল আনোয়ার রাহীর সভাপতিত্বে বোর্ডের সদস্য মোঃ মাসুদুল ইসলাম মাসুদ ও ওমর ফারুক শাহিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন নুর মেধাবৃত্তি বোর্ডের পরিচালক সাংবাদিক এইচ.এম.সাইফুদ্দীন।
অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন সুয়াবিল আধুনিক কিন্ডার গার্টেন'র প্রতিষ্ঠাতা কাজী আরশাদ উদ্দীন রোমান, প্রধান আলোচক হিসাবে ছিলেন সমিতিরহাট বিএনপির সভাপতি মোঃ সরোয়ার হোসাইন, বিশেষ আলোচক হিসাবে ছিলেন ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আবু জাফর মুহাম্মদ আলম, বিশেষ অতিথি হিসাবে ছিলেন ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাব'র সাধারণ সম্পাদক সোলাইমান আকাশ, ফটিকছড়ি উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আলমগীর, খাদেমুল ইসলাম পাঠাগারের সাধারণ সম্পাদক ইয়াছিন সিদ্দিকী। বিশেষ অথিতি হিসেবে আরো উপস্থিত ছিলেন Fwv নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের সূর্পণা বড়ুয়া।
আমন্ত্রিত অতিথি হিসাবে ছিলেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রণ প্রফেসর এসএম রাকিব,কেন্দ্র সচিব ইরফান উদ্দীন লুৎফুর, সদস্য মুফতি মামুন বশর ভূঁইয়া,ফয়সাল,মাহিন প্রমূখ।
এতে মাসুদুল ইসলাম মাসুদের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে আলাদা একটি প্রাণচাঞ্চল্য ফুটে ওঠে এবং বক্তব্যে অতিথিরা বলেন, এই ধরনের সংবর্ধনা শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও আত্মবিশ্বাস বৃদ্ধি করবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা তাদের পড়াশোনায় আরও মনোযোগী করে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করেন সকলে।
অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী,সনদ, ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন সম্মানিত অতিথিবৃন্দরা।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.