মাসুদুল ইসলাম মাসুদ:-
সারা দেশ জুড়ে ভয়াবহ বন্যার পরবর্তী পরিস্থিতি দেখার জন্য নিজ এলাকা দক্ষিণ ফটিকছড়ি তে আসেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত সচিব ও জেলা পরিষদের নতুন প্রশাসক আনোয়ার পাশা। তিনি আজ সকালে আজাদী বাজারের আশপাশে সহ বিভিন্ন বন্যা কবলিত এলাকা ঘুরে দেখেন এবং খোঁজ খবর নেন। তিনি এই সময় বন্যায় ক্ষতি গ্রস্থ মানুষের সাথে কথা বলেন এবং ক্ষয় ক্ষতির পরিমাণ দেখেন। সময় তিনি সবাই কে ধৈর্য্য ধারণ করার জন্য বলেন এবং তিনি তার জেলা পরিষদ এবং সরকারি ভাবে যতটুকু সম্ভব সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন বলে আশ্বস্ত করেন। প্রাথমিক পর্যায়ে তিনি জেলা পরিষদ এর পক্ষ হতে বিভিন্ন ক্ষতি গ্রস্ত পরিবার কে ত্রাণ সহয়তা প্রদান করেন। এটি প্রাথমিক ধাপে সাহায্য হলেও তিনি পরবর্তী আরো ত্রাণ সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.