ঢাকা ০৭:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

প্রোরোচনা ও শঠতামী করে বিয়ের প্রোলোভন দেখিয়ে স্বর্ন,ও টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গিয়েছে

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৫৫:২৯ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫ ১১৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি, মঠবাড়ীয়া পিরোজপুর।
বরগুনা জেলাধীন বামনা উপজেলার কাকীয়া গ্রামের আঃ রহিম বিশ্বাসের ছেলে জামাল বিশ্বাসের মেয়ে ইফতি আক্তার কে বিভিন্ন ছেলের সাথে বিয়ের প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা ও স্বর্নলংকার হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গিয়েছে।আর এর সাথে জড়িত তার খালা ফোন,০১৭৩৪৪৪১০৮৪ সোনিয়া,মাতা বেগম,মামা রাকিব শেখ ফোন ০১৯৪৫৫২৫৬৫১ এদের বিরুদ্ধে।উল্লেখ্য জামাল বিশ্বাস দীর্ঘদিন যাবত সৌদী প্রবাসে থাকে।এদিকে সদ্য এসএসসি পরীক্ষায় পাশ করার পুর্ব থেকে ইফতি কে বিবাহ দেওয়ার কথা বলে মামা খালা মাতা বিভিন্ন ছেলের বাড়ীতে যায় এবং কথা বার্তা শেষ হলে ছেলে পক্ষকে তাদের দেখতে ও বিয়ের দিন ধার্য করতে তাদের বাড়ীতে যাওয়ার অনুরোধ করে।যার বিনিময়ে স্বর্নের চেইন,আংটি,টাকা হাতিয়ে নিয়ে কনের বাবা বাড়ীতে আসার পর বিবাহ কাজ হবে বলে অপেক্ষা করতে বলে।এভাবে চলতে থাকায় গত ২৫/০৭/২৫ তারিখ ঘটক টিয়ারখালীর মোঃ ছিদ্দিক ০১৭৩২০৬৬৮৪৫ নামক এর মাধ্যমে মেহেদী হাসান পিতা কুদ্দুস খান মঠবাড়ীয়া পিরোজপুরের সাথে একই গটনার সূত্রপাত।খালা মামা,চাচা সাপলেজা মেহেদীকে দেখতে আসলে তাদের পছন্দ হয়েছে বলে জানায়।এবং মেয়ে দেখতে অনুরোধ জানায়।মেহেদি মেয়ের বাড়ীতে যাওয়ায় মেয়ে দেখে পছন্দ হলে স্বর্নের চেইন পরানো হলে একই গটনার পূনরাবৃত্তির।মেয়ের বাবা আসলে বিয়ে হবে বলে জানায়।খবর নিয়ে জানা গেল যে এভাবে আরও ২০/২৫ টি ছেলের সাথে একত্রিত সহ একত্রে ছবি তোলা।আত্মীয় সম্পর্ক সখ্যতা গড়ে তোলা আর এর বিনিময়ে স্বর্ন,টাকা পয়সা হাতিয়ে নেওয়া মামা খালা,মাতার ব্যবসায় পরিনত হয়েছে।এভাবে আর কত ছেলের জীবন নিয়ে তারা খেলবে?

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দৈনিক বাংলাদেশের চিত্র একটি অনলাইন নিউজ পোর্টাল। এই পত্রিকার মূল স্লোগান হলো "সত্য প্রকাশে আপোষহীন"।আমরা এ দেশের নিপীড়িত ও নির্যাতিত মানুষের কথা বলি।একজন অসহায় মানুষের পাশে দাড়িয়ে অন্যায় প্রতিরোধে সাহায্য করতে আমরা সর্বদা অঙ্গীকারবদ্ধ।দৈনিক বাংলাদেশের চিত্র পত্রিকা গনমানুষের কথা বলে।
ট্যাগস :

প্রোরোচনা ও শঠতামী করে বিয়ের প্রোলোভন দেখিয়ে স্বর্ন,ও টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গিয়েছে

আপডেট সময় : ১২:৫৫:২৯ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫

বিশেষ প্রতিনিধি, মঠবাড়ীয়া পিরোজপুর।
বরগুনা জেলাধীন বামনা উপজেলার কাকীয়া গ্রামের আঃ রহিম বিশ্বাসের ছেলে জামাল বিশ্বাসের মেয়ে ইফতি আক্তার কে বিভিন্ন ছেলের সাথে বিয়ের প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা ও স্বর্নলংকার হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গিয়েছে।আর এর সাথে জড়িত তার খালা ফোন,০১৭৩৪৪৪১০৮৪ সোনিয়া,মাতা বেগম,মামা রাকিব শেখ ফোন ০১৯৪৫৫২৫৬৫১ এদের বিরুদ্ধে।উল্লেখ্য জামাল বিশ্বাস দীর্ঘদিন যাবত সৌদী প্রবাসে থাকে।এদিকে সদ্য এসএসসি পরীক্ষায় পাশ করার পুর্ব থেকে ইফতি কে বিবাহ দেওয়ার কথা বলে মামা খালা মাতা বিভিন্ন ছেলের বাড়ীতে যায় এবং কথা বার্তা শেষ হলে ছেলে পক্ষকে তাদের দেখতে ও বিয়ের দিন ধার্য করতে তাদের বাড়ীতে যাওয়ার অনুরোধ করে।যার বিনিময়ে স্বর্নের চেইন,আংটি,টাকা হাতিয়ে নিয়ে কনের বাবা বাড়ীতে আসার পর বিবাহ কাজ হবে বলে অপেক্ষা করতে বলে।এভাবে চলতে থাকায় গত ২৫/০৭/২৫ তারিখ ঘটক টিয়ারখালীর মোঃ ছিদ্দিক ০১৭৩২০৬৬৮৪৫ নামক এর মাধ্যমে মেহেদী হাসান পিতা কুদ্দুস খান মঠবাড়ীয়া পিরোজপুরের সাথে একই গটনার সূত্রপাত।খালা মামা,চাচা সাপলেজা মেহেদীকে দেখতে আসলে তাদের পছন্দ হয়েছে বলে জানায়।এবং মেয়ে দেখতে অনুরোধ জানায়।মেহেদি মেয়ের বাড়ীতে যাওয়ায় মেয়ে দেখে পছন্দ হলে স্বর্নের চেইন পরানো হলে একই গটনার পূনরাবৃত্তির।মেয়ের বাবা আসলে বিয়ে হবে বলে জানায়।খবর নিয়ে জানা গেল যে এভাবে আরও ২০/২৫ টি ছেলের সাথে একত্রিত সহ একত্রে ছবি তোলা।আত্মীয় সম্পর্ক সখ্যতা গড়ে তোলা আর এর বিনিময়ে স্বর্ন,টাকা পয়সা হাতিয়ে নেওয়া মামা খালা,মাতার ব্যবসায় পরিনত হয়েছে।এভাবে আর কত ছেলের জীবন নিয়ে তারা খেলবে?