স্টাফ রিপোর্টার:-
বৃহস্পতিবার যশোর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর আয়োজিত প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠান হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর-৩ সদর আসনের এমপি কাজী নাবিল আহমেদ। তিনি বলেন, যশোরাঞ্চল প্রাণিসম্পদে কোনো দিক থেকে পিছিয়ে নেই। দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ করতে হলে প্রাণিসম্পদকে এগিয়ে নিতে হবে। সরকার এই খাতের উন্নয়নে ব্যাপক গুরুত্ব দিচ্ছে। একের পর এক প্রযুক্তিগত সহায়তা দিয়ে যাচ্ছে।
সদর উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মেহেদি হাসান মিন্টু ও উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল। মুখ্য আলোচকের বক্তৃতা করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাশেদুল হক। স্বাগত বক্তৃতা করেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফারুক হোসেন। এ সময় বক্তৃতা করেন খামারি জয়নাল আবেদিন। উদ্বোধনের পর এমপি কাজী নাবিল আহমেদ বিভিন্ন স্টল ঘুরে দেখেন
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.