মোহাম্মদ মুক্তার হোসাইন,রাউজান প্রতিনিধিঃ
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছে চট্টগ্রামের রাউজানের মোস্তফা ইকবাল নামের এক যুবক, হঠাৎ কেন আত্মহত্যার পথ বেছে নিলেন এই রেমিটাস যোদ্ধা জানেনা তার বন্ধু স্বজনরা,
চট্টগ্রামের রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের হিঙ্গলা গ্রামের ৯ নং ওয়ার্ডের আব্দুল হাকিমের ছেলে মুস্তাফা ইকবাল, গত ৩ বছর আগে পরিবারের হাল ধরার জন্য মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতে পাড়ি জমান এই স্বপ্নবাজ তরুণ, জানাযায় আবুধাবীর মোসাফফার সাহাদাত স্টিল নামের একটি গ্যারেজে কাজ করতো ইকবাল,সেই প্রতিদিনের মতো গত একই জুলাই সোমবার বিকালে তার নিজ কর্মস্থলেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ,তার মৃত্যুর কয়েক ঘন্টা আগে মৃত্যু নিয়ে তার ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেন, যেখানে লেখা ছিল প্রতিটি মানুষের জীবনে হঠাৎ করেই যেমন আনন্দ আসে ঠিক তেমনি করে প্রতিটি মানুষের জীবনে হঠাৎ করে একদিন মৃত্যু চলে আসে, তার এই ফেসবুক পোস্ট নিয়ে তার বন্ধুদের চলছে হৃদয় বিধারক শোকের বার্তা,কেউ মেনে নিতে পারছে না তার এই অকাল মৃত্যু, তার এই মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.