প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে রাণীশংকৈলে ইউএনও’র ক্যাম্পাসে শস্য ও সবজি চাষে চম
প্রধানমন্ত্রীর নির্দেশনা এক ইঞ্চি জমি অনাবাদি থাকবেনা এটিকে বাস্তবায়নে
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি
তার সরকারি বাসভবন ক্যাম্পাসের আশ-পাশে থাকা পরিত্যক্ত ও পতিত জমিতে বিভিন্ন প্রজাতির শস্য ও বিভিন্ন সবজি চাষ করে চমক সৃষ্টি করেছেন। উপজেলা চত্বরের অনেককে দিয়ে করিয়েছেন এসব চাষাবাদ।
এবং তিনি নিজেও সবজি বাগান করে হয়েছেন প্রশংসিত। সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান গত ৩ মাস আগে এ উপজেলায় যোগদান করেছেন, এরইমধ্যে নিজ উদ্যোগে ক্যাম্পাসের ভিতরে পরিত্যক্ত প্রায় দুই একর জমিতে বিভিন্ন জাতের শস্য ও সবজি আবাদ করে চমক সৃষ্টি করেছে।
এদের মধ্যে রয়েছে গম, সরিষা, আলু, বেগুন, টমেটো, ফুলকপি-বাঁধাকপি, পিঁয়াজ, রসুন, মটরশুঁটিসহ বিভিন্ন জাতের শাক। এর পাশাপাশি একটি ছোট অব্যবহৃত ছোট পুকুর সংস্কার করে সেটিতে দেশি পোনামাছ ছেড়েছেন।
এতে করে একদিকে যেমন পরিষদের বিভিন্ন কর্মকর্তা- কর্মচারী তাদের নিজের সবজির চাহিদ মেটায় অপরদিকে উপজেলা পরিষদ থাকে পরিষ্কার ও পরিচ্ছন্ন।
এ ব্যাপরে রাণীশংকৈল ইউএনও জানায়.মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনাকে বাস্তবায়নের জন্য আমি ক্যাম্পাসের ভিতরে আশ পাশ পরিষ্কার করে সবজি চাষাবাদ সহ অন্যান্য ফসলের চাষাবাদ করে আমার পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের জন্য এ সামান্য চাহিদা অনুযায়ী বাস্তবায়নের চেষ্টা অব্যাহত রেখেছি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.