প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে বাকৃবিতে অর্ধদিবস ক্লাস-পরীক্ষা বর্জন

- আপডেট সময় : ০৭:০৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪ ৭৩ বার পড়া হয়েছে

জাহিদ হাসান,বাকৃবি প্রতিনিধি:- সর্বজনীন পেনশনের ‘প্রত্যয় স্কিম’ বাতিলের দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ( বাকৃবি) শিক্ষকদের অর্ধদিবস কর্মবিরতি পালিত।মঙ্গলবার (৪ জুন) বাকৃবি শিক্ষক সমিতির পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে সকাল ৮ টা থেকে দুপুর ১টা পর্যন্ত শিক্ষকরা কর্মবিরতি পালন করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের কোনো একাডেমিক ভবনে ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। কর্মবিরতির পাশাপাশি দুপুর ১১ টায় শিক্ষকরা বাকৃবির শিক্ষক কমপ্লেক্স এর সামনে থেকে জড়ো হন এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ভবন প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অবস্থান নেন।এসময় শিক্ষক সমিতির সভাপতি শিক্ষক অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেন, আমাদের এ আন্দোলন আগামীকালও চলমান থাকবে। আগামীকালও অর্ধদিবস কোনো ক্লাস নিবেন না শিক্ষকেরা। আমাদের একটাই দাবি বৈষম্যমূলক প্রত্যয় স্কিম বাতিল করতে হবে।উল্লেখ্য, গত ১৩ মার্চ অর্থ মন্ত্রণালয় কর্তৃক সার্বজনীন পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হলে তখন থেকেই প্রতিবাদ জানিয়ে আসছিল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। তাদের সাথে একাত্মতা প্রকাশ করে আন্দোলনে যায় বাকৃবির শিক্ষক সমিতি। তবে এর আগে দাবি জানানোর পাশাপাশি মানববন্ধন, স্মারকলিপি প্রদান এবং স্বল্প পরিসরে কর্মবিরতি পালন করে যাচ্ছিলেন বাকৃবির শিক্ষক সমিতি। এরপরও দাবি আদায় না হওয়ায় আজ তারা অর্ধদিবস কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে যা চলমান থাকবে।