স্টাফ রিপোর্টার:-
যশোরে মৃন্ময় ভদ্র নামে এক যুবকের বিরুদ্ধে সাবেক স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার জেলা সদরের মঠবাড়ী গ্রামে বুকভরা বাঁওড়ের পাড় থেকে ভুক্তভোগী নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় অভিযুক্ত সাবেক স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আসামি মৃন্ময় সদর উপজেলার চান্দুটিয়া গ্রামের মদন কুমার ভদ্রের ছেলে।
নিহত খাদিজা খাতুন ওরফে মিতু কর্মকার সাতক্ষীরার পাটকেলঘাটা থানার ধানদিয়া কৃষ্ণনগর গ্রামের আজগর আলী সরদারের মেয়ে।
আজ দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে যশোর ডিবি পুলিশের ওসি রূপণ কুমার সরকার জানান, খাজিদার বিরুদ্ধে সাতক্ষীরার পাটকেলঘাটা থানায় মাদকসহ দুটি মামলা রয়েছে। তিনি বছর দুয়েক আগে হিন্দু ধর্মাবলম্বী এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। এরপর তিনি মিতু কর্মকার নাম ধারণ করে ওই ছেলেকে বিয়ে করেন। পরে সেই ছেলের সঙ্গে তাঁর বিচ্ছেদ ঘটে। এরপর সাতক্ষীরায় একটি অনুষ্ঠানে পরিচয় হয় মৃন্ময় ভন্দ্রের সঙ্গে। দীর্ঘদিন প্রেমের পর তারা বিয়ে করেন। বছরখানেক আগে মিতু ও মৃন্ময়ের বিচ্ছেদ হয়ে যায়। তবে তাদের মধ্যে যোগাযোগ ছিল।
মৃন্ময়ের সঙ্গে দাম্পত্য সম্পর্কে থাকাকালীন তাদের অন্তরঙ্গ ছবি ও ভিডিও নিয়ে প্রতারণার মাধ্যমে বিভিন্ন সময়ে অর্থ হাতিয়ে নিতেন মিতু। এতে ক্ষুব্ধ হয়ে মৃন্ময় গত মঙ্গলবার সাতক্ষীরা থেকে মিতুকে নিয়ে যশোরের বুকভরা বাঁওড়ে নিয়ে যান। সেখানে মাদক সেবন করিয়ে গভীর রাতে মিতুকে শ্বাসরোধে হত্যা করে বাঁওড়পাড়ে একটি ধানক্ষেতে মরদেহ ফেলে পালিয়ে যান মৃন্ময়।
মরদেহের পাশে পড়ে থাকা মোবাইল ফোনের সূত্র ধরে মৃন্ময়কে তাঁর এক চাচার বাড়ি থেকে আটক করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.