প্রচন্ড তাপদাহে সাতক্ষীরায় হিট স্টক করে মোঃ ফারুক হোসেন নামে বেসরকারি স্কুল শিক্ষকের মৃত্যু

- আপডেট সময় : ১০:৩২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ ৮০ বার পড়া হয়েছে

জিএম আবু জাফর সাতক্ষীরা প্রতিনিধি:
প্রচন্ড তাপদাহে সাতক্ষীরায় হিট স্টক করে মোঃ ফারুক হোসেন নামে বেসরকারি স্কুলের এক শিক্ষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে খুলনা সিটি মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত ঐ শিক্ষক ফারুক হোসেন সাতক্ষীরা শহরের নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারি ইংরেজী শিক্ষক।
নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাজমুল লায়লা জানান, গত সোমবার সকালে ফারুক হোসেন বিদ্যালয়ে আসার পূর্বে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তখন তাকে সাতক্ষীরা হার্ড ফাউন্ডেশনে ভর্তি করা হয়।
পরে বিকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডা: কাজী আরিফ তাকে দেখে বলেন অতিরিক্ত গরমের কারনে হিট স্টক হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরে অবস্থার অবনতি দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরার বাইরে নেওয়ার পরামর্শ দেন।
তাৎক্ষনিক ভাবে তাকে খুলনা সিটি মেডিকেলে ভর্তি করা হলে রাতেই সিটি মেডিকেলের নিউর সার্জন ডাক্তার দিপঙ্কর ঘোষ পলাশ ফারুক হোসেনের অস্ত্র পাচার করেন। পরে আজ সকালে লাইফ সাপোর্টে থাকাকালীন তার মৃত্যু হয়।