প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা

- আপডেট সময় : ০৯:৩৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫ ৪৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়া (কক্সবাজার):
গত ১১ আগস্ট সোমবার কক্সবাজার থেকে প্রকাশিত একটি স্থানীয় পত্রিকায় “কুতুবদিয়ায় মসজিদের জমি দখল ও টাকা আত্মসাতের অভিযোগ” শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর বলে দাবি করেছেন কুতুবদিয়ার ফতেহআলী সিকদার পাড়া জামে মসজিদের সাবেক অর্থ সম্পাদক নুরুল বশর।
তিনি জানান, সংবাদে উল্লেখিত মসজিদের অধিকাংশ সম্পদ তার বাপ-দাদার নামে খতিয়ানভুক্ত। তিনি অর্থ সম্পাদক থাকাকালীন সময়ে মসজিদের যাবতীয় উন্নয়ন কার্যক্রম সম্পন্ন হয়েছে। বর্তমানে যারা মসজিদ কমিটির দায়িত্বে রয়েছেন, তারাই মসজিদের অর্থ অপব্যবহার করছেন এবং মসজিদে ন্যূনতম পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থাও নেই। এ বিষয়ে প্রতিবাদ করায় তাকে সন্ত্রাসী কায়দায় মারধর করা হয়েছে, যার সুবিচার পাওয়ার আশায় তিনি ইতিমধ্যে আইনের আশ্রয় নিয়েছেন।
নুরুল বশর অভিযোগ করে বলেন, প্রতিপক্ষ তার প্রতি ক্ষিপ্ত হয়ে সামাজিক মর্যাদা নষ্ট করার উদ্দেশ্যে ওই মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছে। তিনি জোর দিয়ে বলেন, “মসজিদের কোনো অর্থ আমি কখনো ব্যক্তিগত কাজে ব্যবহার করিনি। কারও জমি দখল বা বেআইনি কাজে আমি কোনোদিন জড়িত ছিলাম না।”
তিনি আরও বলেন, সংবাদে উল্লেখিত জমি দখল বা অর্থ আত্মসাতের ঘটনা ঘটেনি। সংবাদদাতারা প্রকৃত তথ্য যাচাই না করেই সংবাদ প্রকাশ করেছেন, যা তার ব্যক্তিগত সুনাম ও পরিবারের মানসিক কষ্টের কারণ হয়েছে।
সবশেষে নুরুল বশর উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, “এই মিথ্যা সংবাদে কেউ বিভ্রান্ত হবেন না”—এবং তিনি সমাজের উন্নয়ন ও ধর্মীয় কার্যক্রমে বরাবরের মতো সহযোগিতা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
প্রতিবাদকারী:
নুরুল বশর
সাবেক অর্থ সম্পাদক, ফতেহআলী সিকদার পাড়া জামে মসজিদ কমিটি
কুতুবদিয়া, কক্সবাজার।