প্যারীমাধবের জোতদার বাড়ি। ইতিহাস-ঐতিহ্যের প্রাচীন এই স্থাপনাটি এখনও দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে

- আপডেট সময় : ০৮:০০:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪ ৯২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:-
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নে অবস্থিত প্যারীমাধবের জোতদার বাড়ি। ইতিহাস-ঐতিহ্যের প্রাচীন এই স্থাপনাটি এখনও দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। যথাযথ সংরক্ষণের অভাবে দিন দিন হারিয়ে যাচ্ছে ইট, শুরকি ও লোহার তৈরি এই জোতার বাড়িটি। বর্তমানে বাড়ির সামনে থাকা দীঘি ছাড়া বিলীনের পথে প্রায় বাকি সবকিছুই। শুধু কোনোমতে টিকে আছে অতিথিশালা, দুর্গা মন্দির ও কূপ। প্যারীমাধব সরকার বিপুল পরিমাণ জায়গা-জমির মালিক ছিলেন। তার দান করা জমিতে গড়ে উঠেছে শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা। ২০১০ সালে জোতদার বাড়িটি পরিদর্শন করে গেছেন থাইল্যান্ডের রাজকন্যা মাহা চাক্রী শিরিনধর্ণও।
প্যারীমাধবের জোতদার বাড়িটি সংরক্ষণে যথাযথ পদক্ষেপ নিলে এটি ঐতিহাসিক দর্শনীয় স্থান হয়ে উঠতে পারে বলে ধারনা স্থানীয়দের। নতুন প্রজন্ম এর ইতিহাস জানার সুযোগ পাবেন বলে মনে করেন স্থানীয় জনপ্রতিনিধিরা।
দেশ ভ্রমণে আগ্রহীরা সময় করে ঘুরে আসতে পারেন ঐতিহ্যবাহী এই জোতদার বাড়িতে। এই বাড়িতে পৌঁছতে গাইবান্ধা জেলা শহর থেকে যেকোন ট্রেনযোগে (আন্তঃনগর ছাড়া) সরাসরি কামারপাড়া রেলস্টেশনে নেমে যাবেন। স্টেশনের পূর্ব-উত্তর দিকেই অবস্থিত এই জোতদার বাড়ি। গাইবান্ধা শহরের পুরাতন ব্রীজ থেকে সিএনজি কিংবা অটোবাইকে যেতে চাইলে প্রতিজনের খরচ হবে ৪০ থেকে ৫০ টাকা।
কামারপাড়া রেলস্টেশন থেকে প্যারীমাধবের বাড়িতে যেতে দুই জনের জন্য মাত্র ১০ টাকা রিকশা ভাড়া দিতে হবে।