পোলিং এজেন্টকে কারাদণ্ড,গোপনে ব্যালটের সিল মারার অপরাধে

- আপডেট সময় : ০৭:১৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪ ৯৫ বার পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":2053,"total_draw_actions":3,"layers_used":2,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1,"draw":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

নিজেস্ব প্রতিনিধি:-
উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ভোটগ্রহণ শেষ হয়েছে। উপজেলার একটি কেন্দ্রে গোপনকক্ষে ব্যালটে সিল মারার সময় মাহবুব মিয়া নামে এক পোলিং এজেন্টকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে কারাদণ্ড দেন।
একইসঙ্গে দায়িত্ব অবহেলার প্রমাণ পাওয়ায় ভোট কক্ষে দায়িত্বরত সহকারী প্রিসাইডিং অফিসারকে নির্বাচনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
জানা গেছে, মাহবুব ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাহাব উদ্দিন বেগ শাপলুর পোলিং এজেন্ট হিসেবে কাজ করছিলেন। মঙ্গলবার দুপুরে আখাউড়া শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ (পুরাতন ভবন) কেন্দ্রে গোপনকক্ষে গিয়ে অন্য ভোটারের ব্যালট পেপারে তিনি সিল মারছিলেন। সেখানে তাকে আটক করা হয়। পরে মাহবুব মিয়াকে ৭ দিন বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেলিম শেখ।