স্টাফ রিপোর্টার:-
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া দক্ষিণপাড়া এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে হৃদয় হাসান নামে এক যুবককে পিটিয়ে আহত করেছে ।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ফুলবাড়িয়া দক্ষিণপাড়া এলাকায় দীর্ঘদিন যাবত হৃদয় হাসানের সাথে পূর্ব শত্রুতা নিয়ে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সন্ধ্যায় মোঃ আনিস (৬০), কুলসুম বেগম (৫৫), মমিন হান্নান ওরফে সাধু (৫০), সেলিম সরকার( ৪০), আকিব (২২) তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এলোপাথাড়ি ভাবে হৃদয় হাসানকে মারপিট করে মাথা, পিঠ, হাত সহ শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা রক্তাক্ত জখম করে । তার ডাক চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে আসলে বিবাদীরা চলে যায়। স্থানীয়রা আহতকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। এই ঘটনায় আহতের বাবা হাসমত আলী বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
মুঠোফোনের বিবাদীর সাথে যোগাযোগ করা হলে, বিবাদী আনিস রহমান জানান, মারপিটের ঘটনা ঘটেছে। তবে আমি মোবাইল ফোনে কোন কিছু বলতে পারবো না।
কালিয়াকৈর থানার এস আই রাফসান মোল্লা জানান, ওই ঘটনায় একজনকে পিটিয়ে আহত হয়েছেন এই বিষয়ে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইন গত ব্যবস্থা গ্রহন করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.