পূর্ব বিরোধকে কেন্দ্র করে রূপগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

- আপডেট সময় : ০৪:২৯:০০ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫ ৭৭ বার পড়া হয়েছে

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে স্থানীয় টেলিভিশন সাংবাদিক রিয়াজ হোসেনের ওপর নৃশংস সন্ত্রাসী হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। গুরুতর আহত অবস্থায় তাকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রিয়াজ হোসেন রূপগঞ্জ সদর ইউনিয়নের সাদ্দাম মোড়ের কাছে কাশিপুর মোড়ার সঙ্গে তার পূর্ব থেকে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাত ৮টার দিকে কাশিপুর মোড়ার ৫-৬ জন দুর্বৃত্ত রিয়াজ হোসেনকে পথরোধ করে এলোপাতাড়ি মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব আলী জানান, সাংবাদিকের ওপর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।