পূর্ণ_করো_বাসনা
শেখ তিতুমীর আকাশ
আল্লাহ্ তুমি রহম করো
পূর্ণ করো বাসনা,
দুচোখ ভরে দেখবো আমি
আমার প্রিয় মদিনা।
বলবো আমি মনের কথা
জমা ছিলো যত,
সালাম দেবো ঐ মদিনায়
আমি শত-শত।
চোখের জলে দু-হাত তুলে
চাইবো আমি মাফ,
আল্লাহ্ তুমি দয়ার মালিক
ক্ষমা করো পাপ।
ঐ মদিনা দেখার আগে
মরণ তুমি দিও না,
আল্লাহ্ তুমি রহম করো
পূর্ণ করো বাসনা।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.