টুরিস্ট পুলিশের কর্মদক্ষতায় বেঁচে গেল একটি প্রাণ

- আপডেট সময় : ১১:৫৮:০১ পূর্বাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪ ৭৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:-
কুয়াকাটায় সমুদ্রের তয় পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে এক পর্যটককে উদ্ধার করলো ট্যুরিস্ট পুলিশ। মঙ্গলবার (৭ মে) সন্ধ্যা ৭টার দিকে সৈকতে ঢেউয়ের তোরে গড়াগড়ি খেতে দেখতে পান কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ রিজিওনের পুলিশ সুপার আবুল কালাম আজাদ। তাৎক্ষনিক ঐ পর্যটককে ট্যুরিস্ট পুলিশসহ স্থানীয়দের সহায়তায় হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হলে তার জ্ঞান ফিরে আসে। পরে জানা যায় ঐ পর্যটক মানষিক ভারসাম্যহীন। তবে কিভাবে কার সাথে কুয়াকাটায় এসেছে তা নিশ্চিত করা যায়নি।
সরেজমিনে দেখা গেছে, প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে ঐ পর্যটককে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিওনের হেল্প ডেস্কে নিয়ে আসা হয়। এবং সুস্থতার জন্য তাকে ট্যুরিস্ট পুলিশের কয়েকজন সদস্য সেবা দিচ্ছেন। গভীর রাত পর্যন্ত নানা প্রচেষ্টার মাধ্যমে তার পরিবারের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়।
ঐ পর্যটক প্রাথমিকভাবে তার নাম জানিয়েছেন মিঠুন হালদার (১৯)। পিরোজপুর নেছারাবাদের আদমকাঠী এলাকার মনেন্দ্র হালদারদের ছেলে। সমুদ্রের পানিতে কিভাবে এসেছে এমন প্রশ্নের জবাবে তিনি জানান স্নানের জন্য নেমেছিলাম। তবে কার সাথে কিভাবে কুয়াকাটা সৈকতে এসেছে এবিষয়ে কিছুই বলতে পারেনি।
এবিষয়ে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিওনের পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন, ঐ পর্যটকে সমুদ্রে ঢেউয়ের পানিতে গড়াগড়ি খেতে দেখলে প্রথমে আমার নজরে আসলে টহল পুলিশ সদস্যদের মাধ্যমে তাকে উদ্ধার করা হয়। এ সময় অচেতন অবস্থায় দেখতে পাই। তবে আরো সময় ক্ষেপন হলে হয়তো ঐ পর্যটকের বড় কোনো দূর্ঘটনা হওয়ার সম্ভাবনা ছিল। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করে সুস্থ করে তোলা হয়েছে। তার পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। ###