পুলিশ সুপারের দায়িত্ব পালন কালে বেশীর্ভাগ সময় নীলফামারীর সাংবাদিকদের সহযোগিতা নিয়েছি- পুলিশ সুপার

- আপডেট সময় : ১০:১৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪ ৯৯ বার পড়া হয়েছে

নীলফামারী প্রতিনিধি: ”নীলফামারীতে যোগদান এর পর থেকে আজ পর্যন্ত পুলিশ সুপার পদে দায়িত্ব পালন কালে বেশীর্ভাগ সময় নীলফামারীর সাংবাদিকদের সহযোগিতা নিয়েছি”- বলেছেন, সদ্য বদলী আদেশপ্রাপ্ত নীলফামারীর পুলিশ সুপার গোলাম সবুর (পিপিএম-সেবা)।
শনিবার (২৯জুন) বিকেলে নীলফামারী প্রেসক্লাব মিলোনায়তনে আয়োজিত পুলিশ সুপার এর বিদায়ী সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
তিনি আরো বলেন, “একটি জেলার কোথায় কি হচ্ছে, কোন ধরণের অপরাধ ঘটছে, কারা অপরাধ কর্মকাণ্ড ঘটাচ্ছে তা জানা পুলিশের একার পক্ষে সম্ভব হয় না। পুলিশ ও সাংবাদিক এক হয়ে কাজ করলে অপরাধ কর্মকান্ড যেমন কমে আসে তেমনি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা যায়”।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলফামারী প্রেসক্লাব এর সভাপতি এবিএম মঞ্জুরুল আলম সিয়াম। এতে স্বাগত বক্তব্য দেন নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি তাহমিন হক ববি ও সাবেক সাধারণ সম্পাদক হাসান রাব্বী প্রধান, নীলফামারী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান।
সঞ্চালনা করেন নীলফামারী প্রেসক্লাবের সাহিত্য সংস্কৃতি ও পাঠাগার বিষয়ক সম্পাদক মনিরুল হাসান শাহ আপেল। পরে বিদায়ী পুলিশ সুপারকে সম্মাননা ক্রেস্ট ও উপহার বিতরণ করা হয়।
প্রসঙ্গত: গেল বছরের ৪জুলাই নীলফামারীতে যোগদান করেন তিনি এবং একই পদে সদ্য বদলী হয়েছেন টাঙ্গাইল জেলায়।