পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে ঢাকা থেকে দৌলতপুরের প্রধান শিক্ষকের ছেলে শাফিন উদ্ধার

- আপডেট সময় : ০৬:২১:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ৮৮ বার পড়া হয়েছে

মোঃ তৌহিদ ইসলাম বাপ্পি- দৌলতপুর, খুলনা।
খুলনার দৌলতপুর মুহসিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জোয়ার্দার এর ছোট ছেলে সাদমান শাফিন (২১ এপ্রিল ২০২৪) রবিবার দুপুর ২ টায় দিকে কেসিসির ৩ নং ওয়ার্ডের বনানীপাড়াতৌহিদ নিজ বাড়ি থেকে ক্রিকেট খেলার কথা বলে বের হয়ে আর বাসায় ফিরে আসেনি। এ নিয়ে শাফিনের পরিবার উৎকণ্ঠার মধ্যে ছিল। তার পিতা মোঃ শহদিুল ইসলাম জোয়ার্দ্দার নিকট আত্মীয় স্বজনদের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোজাঁখুজি করেও তার ছেলেকে না পেয়ে দৌলতপুর থানায় একটি সাধারন ডায়েরী করে। যার নং-১১১৩ তারিখ ২২/৪/২৪ ইং। পরবর্তীতে এই বিষয়টা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ লোক মুখে ছড়িয়ে পড়ে। খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক এর নির্দেশনায় পুলিশ, র্যাব-৬ সহ সকল প্রশাসন তাদের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে মাত্র ৬ ঘন্টার ভিতরে ঢাকা গ্রীন প্যালেস হোটেল থেকে তাকে সুস্থ অবস্থায় উদ্ধার করে। এতে শাফিনের পরিবারে স্বস্তি ফিরে এসেছে।