পুলিশ অপকর্ম অপরাধে জড়িয়েছেন -ডিসি মাসুদ

- আপডেট সময় : ১১:০৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫ ১৩ বার পড়া হয়েছে

ডেক্স নিউজ:ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেছেন, কোনো কোনো আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কেউ কেউ চাকরিচ্যুত হয়ে অপরাধে জড়িয়েছেন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য দেন। বুধবার রাতে গুলিস্তান গোলাপ শাহ মাজারের পাশে লেগুনা স্ট্যান্ড থেকে সংঘবদ্ধ ডাকাত দলের সাত সদস্য গ্রেপ্তার করে শাহবাগ থানা পুলিশ। এ বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মাসুদ আলম বলেন, সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাকরিচ্যুতরা অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। তারা আগে অপকর্ম করেছে বলেই চাকরিচ্যুত হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে যোগসাজশে অপরাধচক্র গুলো কাজ করে কিনা, জানতে চাইলে ডিসি মাসুদ বলেন: অপরাধচক্রের সদস্যের কারো সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যোগসাজশ নেই। এক অপরাধী দিন-ইসলাম ওরফে কাউসার আহমেদ সে পুলিশের ইন্সপেক্টরের আইডি কার্ড বানিয়ে নিয়েছে। দেখে বোঝাও যায় না ভুয়া আইডি কার্ড। তার নামে ১০টি শুধু ডাকাতি মামলা রয়েছে। তার নামে আরও কিছু থাকতে পারে।
ভুয়া আইনশৃঙ্খলা বাহিনী সদস্য সাধারণ মানুষ চিনবে কিভাবে, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, জনবহুল এলাকা থেকে যদি আইন-শৃঙ্খলা বাহিনী সদস্য পরিচয়ে কাউকে তুলে নিতে আসে, সে সময় আশপাশে ব্যক্তিরা জানতে চাইবেন কোন বিভাগে ও কোন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।