মোহাম্মদ হানিফ,ফেনী জেলা স্টাফ রিপোর্টার:পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গরু চোর এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা গ্রেফতার চোরাই গরু উদ্ধার
সোনাগাজি মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী, গরু চোর এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাসহ ০৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
থানার অফিসার ইন চার্জ বায়েজীদ আকনের নেতৃত্বে ২৬ আগস্ট রাতে সদর ও আমিরাবাদ ইউনিয়নের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত গরু চোরের নাম সাইফুল ইসলাম। সে চর সোনাপুর গ্রামের আশ্রাফ চৌকিদার বাড়ির আব্দুল ওহাবের ছেলে।
এ সময় সাইফুলের বাড়ির গোয়াল ঘর থেকে গত ২২ আগস্ট সাহাপুর থেকে চুরি হওয়া একটি ফ্রিজিয়ান জাতের গাভী সহ ০২ টি চোরাই গরু উদ্ধার করা হয়েছে।
পৃথক অভিযানে সোনাপুর ফুলতলী থেকে মাদক ব্যবসায়ী মোজাম্মেল হক ওরফে মাইনউদ্দিনকে গ্রেফতার করা হয়। সে ঐ গ্রামের ফজু সওদাগর বাড়ির ছাবের আহম্মেদ এর পুত্র।
এছাড়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদর ইউনিয়নের ০৩ নং ওয়ার্ড যুগ্ম সম্পাদক ওমর ফারুককে গ্রেফতার করা হয়েছে।
সে ছাড়াইতকান্দি ছাবের আলী মিয়াজী বাড়ীর আবুল বাশারের পুত্র। আটক অপর ছাত্রলীগ নেতার নাম দীন মোহাম্মদ রাজু।
সে দাগনভুইয়া থানার দক্ষিণ সেকান্দর পুর গ্রামের মোঃ মোস্তফার পুত্র। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.