ক্রাইম রিপোর্টারঃ
আজ আদালত চত্বরে প্রেস ব্রিফিংয়ে ব্যারিস্টার সুমন বলেছেন। বেশ কিছুদিন আগে প্রকাশিত কালের কন্ঠ পত্রিকা থেকে জানতে পারি যে আাদের সাবেক আইজিপি মহোদয় বেনজিরের সম্পদের পরিমাণ।তিনি একজন আইজিপি হিসাবে তার ৩৪ বছর কর্মজীবনে বেতনসহ মোট টাকা হওয়ার কথা ১ কোটি ৭৪ লক্ষ্য প্রায় পোনে ২ কোটি কিন্তু ২ কোটি তো দুরের কতা ওনার মেয়ে ও স্ত্রীর নামেই কয়েক'শ কোটি টাকা। তিনি বলেছেন এতো টাকার মালিক উনি তা নিয়ে কেউ একটি কথাও বলে না হোক সেটা বৈধ বা অবৈধ।আমি এখনি বলছি না উনি দুর্নীতিগবাজ। ৩১ তারিখে কালেরকন্ঠ পত্রিকায় রিপোর্ট হওয়ার পর এ বিষয় নিয়ে কেউ কোন কথা বলেনি এ নিয়ে ব্যারিস্টার সুমন হতাশ তিনি আরো হতাশ দুদকের প্রতি। দুদককে উদ্দেশ্য করে বলেন"" দুদক তো নিজে স্ট্রাট নিতে পারে না তাকে ঠেলে ঠেলে স্ট্রাট করাতে হয়।দুদক রিপোর্টটা দেখার পর কোন পদক্ষেপ নেয়নি তা নিয়ে তিনি ক্ষিপ্ত।আরো বলেন বড় কোন মামলা দেখলে দুদক চুপষে যায়।কালেরকন্ঠের রিপোর্ট অনুযায়ী শুধু গোপালগঞ্জের দিকেই ১৪শ বিঘা জমি রয়েছে।
তিনি আরো বলেন, একজন আইজিপি মহোদয় তার যদি এত সম্পাদ হয় তাহলে পরবর্তী যারা আইজিপি হবে তারা কাকে মডেল হিসাবে নিবেন।যারা অসৎ তারা বেনজিরের মত হাজার হাজার বিঘা জমি কেনায় ব্যস্ত থাকবে।
তিনি বলেছেন দুর্নীতি দমন কমিশন যদি কোন এ্যাকশন না নেয় তাহলে মহামান্য সুপ্রিম কোর্টে রিট করবেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.