আশরাফ উদ্দিন বরিশাল বিভাগীয় প্রতিনিধি:-
পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রায়হান (১০) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। মৃত রায়হান পিরোজপুর সদর উপজেলার বাদুরা গ্রামের বাসিন্দা জোবায়ের হাওলাদারের পুত্র ও স্থানীয় নূরানী মাদ্রাসার শিক্ষার্থী।স্থানীয়রা জানায়, শনিবার (০১ জুন) সকালে বন্ধুদের সাথে বাড়ির সামনে মাঠে বল খেলছিলো রায়হান। বলটি পাশের একটি পুকুরে পরে গেলে রায়হান বলটি তুলতে পুকুরে নামে। এ সময় পুকুরের পাশে থাকা বিদ্যুতের খুটির একটি তার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয় রায়হান। স্বজনরা ও স্থানীয়রা রায়হানকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.