পিডিবির আজিমের অবৈধ সম্পদ:দুদকের চার্জশিট

- আপডেট সময় : ০৬:৫৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪ ১০৩ বার পড়া হয়েছে

মোঃ তৌহিদুর রহমান, ক্রাইম রিপোর্টার, যশোর :
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) উচ্চপদস্থ কর্মকর্তা এস.এম.এ আজিমকে দোষী সাব্যস্ত করে চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন। তিনি সংস্থাটির পূর্ত কর্ম বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) হিসেবে কর্মরত আছেন।
আজিম ও তার স্ত্রী নবতারা নুপুরের বিরুদ্ধে ৯৪ লাখ ২৮ হাজার ১৭২ টাকার তথ্য গোপন এবং ৩ কোটি ৫৭ লাখ ৩৮ হাজার ১৫৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ মিলেছে বলে দুদকের চার্জশিটে উল্লেখ করা হয়েছে।
বিষয়টি এরই মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানকে লিখিতভাবে জানানো হয়েছে।
কমিশনের সচিব খোরশেদা ইয়াসমীন চার্জশিটের বিষয়টি দৈনিক বাংলাদেশর চিত্র ও অন্যান্য সাংবাদিকদের নিশ্চিত করে বলেছেন।