স্টাফ রিপোর্টার:-
পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন মুলিডুলি বাজারে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কেন্দ্রের সামনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করের্্যাপ ১২ পাবনা সিপিবি তল্লাশী অভিযান পরিচালনা কালে ৩২ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন।
৩১ মার্চ রোজ রবিবার সন্ধ্যার সময় র্ষাব ১২ পাবনা সিপিবি -২ কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক এর নেতৃত্বে উক্ত অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ৩২ কেজি গাঁজা সহ এক চোরা কারবারি মাদক ব্যবসীকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলা নেজিরকুঠি এলাকার মৃত আব্দুল জব্বার এর ছেলে মোঃ নুর ইসলাম ( ৪৬)।
ব্্াব ১২ পপাবনা সিপিবি ২ কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খাঁন আজ এক প্রেসবিফিংয়ে জানান, মুলাডুলি বাজারের পূর্ব দিকে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের সামনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চলাকালীন নাটোর বনপাড়া দিক থেকে আশা পালসার মোটরসাইকেল তল্লাশির একপর্যায়ে অভিনব কায়দায় উক্ত মোটরসাইকেল থেকে নেশা জাতীয় মাদকদ্রব্য বিক্রয় উদ্দেশ্যে ঈশ্বরদীর অভিমুখে যাচ্ছিলেন।
এ সময় মোটরসাইকেল থেকে ২ কেজি গাঁজা, একটি মোবাইল ফোন, একটি সিম কার্ড সহ নগদ ৮০০ টাকা, সহ মাদক ব্যবসায়ী নুর ইসলামকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে ঈশ্বরদী থানায় মামলা করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন ঈশ্বরদী থানার তদন্ত কর্মকর্তা মনিরুজ্জামান।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.