সংবাদ শিরোনাম :
পাপ কোনদিন চাপা থাকেনা

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:০৮:১৭ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪ ৮৬ বার পড়া হয়েছে

মোঃ রাসেল হোসেন, মিডিয়া রিপোর্টার।
ঝিনাইদহ সদর থানার সাবেক ওসি বহু আকামের স্বাক্ষী এমদাদুল হক শেখের,বিরুদ্ধে সাতক্ষীরায় গ্রেফতারি পরোয়ানা।
দলমত নির্বিশেষে জ্বালিয়েছে বহু মানুষের জীবন? টাকা ছাড়া কিছুই চিনতো না এই অসাধু অফিসার। বিনাকারণে থানায় ধরে নিয়ে মামলা দিয়েছে অনেকের। ঝিনাইদহের
একজন এমপির আশীর্বাদ পুষ্টি ছিল এই ইমদাদ হোসেন। এ কারণে গ্রুপিং এর ফায়দা নিয়ে সরকারদলীয় রাজনৈতিক নেতাকর্মীদের ও ছাড় দেননি ওসি ইমদাদ।
ইমদাদের রোষানলে পড়েছে অনেক গণমাধ্যম কর্মীরা।
এবার পাপের শের পুরে গিয়েছে।