পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু, দিশেহারা বাবা-মা

- আপডেট সময় : ০৭:৪৮:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪ ১৮১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:-
যশোর মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের বারপাড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে।এ ঘটনায় পাগল প্রায় বাবা-মা। পুরো এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে শোকাবহ পরিস্থিতি।
শনিবার (৬ এপ্রিল) সকাল আনুমানিক ১০ টার দিকে পানিতে ডুবে থাকা দুই শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করে তাদের বাবা শহিদুল মাস্টার। নিহতরা হলেন বারপাড়া গ্রামের শহিদুল মাস্টার, ছেলে ও মেয়ে, তারা সম্পর্কে ভাই বোন। এক সাথে দুই সন্তান সন্তানকে হারিয়ে পাগল প্রায় মা-ও বাবা শহিদুল মাস্টার-সহ স্বজনরা। অনাকাঙ্খিত এমন ঘটনায় পুরো এলাকায় বিরাজ করছে শোকাবহ পরিবেশ। স্থানীয়রা জানান, কাজে ব্যস্ত থাকা, মা ও ঘুমিয়ে থাকা বাবার- চোখ ফাঁকি দিয়ে শিশু দুটি বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিল। পরে হঠাৎ তাদের বাবা শহিদুল মাস্টার, ঘুমিয়ে থাকা অবস্থায় স্বপ্নে দেখেন তার সন্তান পানিতে ডুবে মৃত্যুবরণ করছে, তাৎক্ষণিক শহিদুল মাস্টার ঘুম থেকে উঠে পুকুর পাড়ে গিয়ে দেখেন তার মেয়ে পানিতে ডুবে রয়েছে , মেয়ের এক হাত ধরে টেনে তুলতেই দেখা যায় অপর আর এক হাতে উঠে আসছে ছেলে।পরে পানিতে ডুবে থাকা অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়েছে বলে জানা যায়।