স্টাফ রিপোর্টার:-
লালমনিরহাট জেলা পাটগ্রাম উপজেলায় প্রথম ধাপে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন ৮ই মে অনুষ্ঠিত হবে তার ৬ দিন আগে চেয়ারম্যান পদে ঘোড়া মার্কার প্রার্থী মোঃ ওয়াজেদুল ইসলাম শাহিন নির্বাচন থেকে সরে আসলেন, ২ই মে বৃহস্পতিবার দুপুর ১টায় আনুষ্ঠানিকভাবে তার নিজ বাড়িতে
সাংবাদিকদের মাঝে এ ঘোষণা দেন। চেয়ারম্যান প্রার্থী ওয়াজেদুল ইসলাম শাহিন বলেন আমি দীর্ঘদিন ধরে মানব সেবায় নিয়োজিত ছিলাম এবং জনসাধারণের মাঝে অনেক কাজ করে আসছি ও সাবেক ভাই চেয়ারম্যান ছিলাম এই উপজেলায়, আমি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়ে ঘোড়া মার্কার প্রতীক নিয়ে নির্বাচনে আসছি কিন্তু আমার পারিবারিক সমস্যা ও মায়ের অসুস্থতার কারণে ভোট অনুষ্ঠিত হওয়ার ছয় দিন আগেই আমি নির্বাচন থেকে সরে আসলাম তিনি আরো বলেন যে আমার সাথে যারা অক্লান্তভাবে পরিশ্রম করেছেন ও সহযোগি করেছেন তাদের কাছে আমি চির কৃতজ্ঞ এবং তিনি ভবিষ্যতে সাধারণ মানুষদের মাঝে থাকবেন বলে জানিয়েছেন ।
জানা যায় পাটগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে তিনজন চেয়ারম্যান পদে ও দুইজন ভাইস চেয়ারম্যান পদে এবং তিনজন মহিলা ভাইসাবের পদে প্রার্থী হয়েছেন তবে এখন চেয়ারম্যান পদে ঘোড়া মার্কার প্রার্থী মোঃ ওয়াদুল ইসলাম শাহীন নির্বাচন থেকে সরে আসেন, নির্বাচন অফিস থেকে জানতে পারি লিখিতভাবে ঘোষণা দিলে আগামী ৮ই মে দুই জন চেয়ারম্যান প্রার্থী ও দুইজন ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং তিনজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নিয়ে ভোট গ্রহণ হবে ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.