পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস

- আপডেট সময় : ০৬:৫৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪ ১০১ বার পড়া হয়েছে

মোঃ আসাদুজ্জামান আসাদ
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:- মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস- ২০২৪ উদযাপন উপলক্ষে “মাদকের আগ্রাসন দৃশ্যমান প্রতিরোধেই সমাধান” প্রতিপাদ্যে জেলা প্রশাসন চুয়াডাঙ্গার আয়োজনে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চুয়াডাঙ্গার সহযোগিতায় আজ ১৪ জুলাই ২০২৪ তারিখ সকাল ০৯:৩০ ঘটিকায় বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কনফারেন্স রুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উক্ত আয়োজনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. কিসিঞ্জার চাকমা, জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা; জনাব মাহফুজুর রহমান মনজু, চেয়ারম্যান জেলা পরিষদ, চুয়াডাঙ্গা; জনাব জাহাঙ্গীর আলম মালিক খোকন, মেয়র, চুয়াডাঙ্গা পৌরসভা; জনাব মোঃ নাজিম উদ্দিন আল আজাদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); চুয়াডাঙ্গা; জনাব শিরীন আক্তার, সহকারী পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চুয়াডাঙ্গাসহ বিভিন্ন সরকারী দপ্তরের প্রধানগণ; স্কুল-কলেজের কোমলমতি ছাত্রছাত্রীবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।