মোঃ রাশেদুল ইসলাম রাসেল, স্টাফ রিপোর্টার:-
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্ব শত্রুতার জেরে পাঁচ বছরের এক শিশুকে ইট দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (২৭ মে) দুপুরে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের হিরাব এলাকায়।
আহত শিশুটির নাম নাইম মিয়া, পিতা মৃত মিজান মিয়া। শিশুটির মা সুমা আক্তার জানান, হিরাব এলাকার মৃত মিজানের বাড়ির সামনের সড়কে অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল নাইম। এ সময় স্থানীয় কামরান ইসলাম নামে এক যুবক তাকে ইট দিয়ে মাথায় আঘাত করে। এতে শিশুটি মারাত্মকভাবে রক্তাক্ত জখম হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
শিশুটির পরিবারের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজনই এ হামলা চালিয়েছে। বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি জানান, অভিযুক্তকে ধরতে অভিযান চলছে এবং তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.