মিলন বৈদ্য শুভ, রাউজান চট্টগ্রাম:রাউজানে পশ্চিম গুজরা অবস্থিত সর্বজনীন শ্রী শ্রী জগন্নাথ ধামে ২ দিন ব্যাপী অনুষ্ঠান মালার মধ্যে রয়েছে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বালন,শ্রী শ্রী জগন্নাথ দেবের ঊষারতি,শ্রী শ্রী জগন্নাথ দেবের নিত্য পূজা,ভোগরতি কীর্তন, তুলসী আরতি,সন্ধ্যারতি,শ্রী শ্রী জগন্নাথ দেবের মঙ্গলারতি,হরিনাম সংকীর্তন,শ্রী শ্রী জগন্নাথ দেবের পূজা,রাজভোগ নিবেদন,আলোচনা সভা, অন্নপ্রসাদ বিতরণ ও শ্রী শ্রী জগন্নাথ দেবের শুভ রথযাত্রা পরিক্রমা অনুষ্ঠিত হয়।
https://youtu.be/tx8Q2h1JkCo?si=kqxWvW_GDnGnr4_i
২৬ জুন সকালে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ পরিবেশন করেন রুবেল শীল।
https://youtu.be/5bMUROdi4p4?si=G8qJMEBF2Krks1By
সন্ধ্যা ৭ টায় তুলসী আরতি ও সন্ধ্যারতি পরিবেশন করেন সজীব গৌর দাস ও তার দল।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.