মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম)চট্টগ্রামের রাউজান উপজেলার পশ্চিম গুজরার ঐতিহ্যবাহী জ্বালা কুমারী তরুণ সংঘের উদ্যোগে মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে শ্রীশ্রী শারদীয়া দুর্গোৎসব। পূজা উপলক্ষে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের মাঝে বিজয়া দশমীর শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংঘের সভাপতি বাবু বিশ্বনাথ দে, সহ-সভাপতি ছিলেন বাবু সুকান্ত দে। এছাড়া সেচ্ছাসেবক টিমের সদস্য জয় মল্লিক, শয়ন দে, প্রান্ত মল্লিক, সীমান্ত মল্লিক, নয়ন ঘোষ, অমিক দত্ত, জয়ন্ত মল্লিকসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ জানান, উৎসবমুখর পরিবেশে সুশৃঙ্খলভাবে এবারের পূজা সম্পন্ন হয়েছে। বিজয়া দশমীতে উপস্থিত ভক্ত-শুভানুধ্যায়ীদের জন্য ছিল ধর্মীয় আচার অনুষ্ঠান, প্রসাদ বিতরণ এবং সৌহার্দ্য বিনিময়।
এ উপলক্ষে বক্তারা বলেন, দুর্গোৎসব শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের উৎসব।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.