পলাশবাড়ী বিদ্যালয়ের জমি হতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে,উপজেলা প্রশাসন

- আপডেট সময় : ০৫:৩০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪ ১৫১ বার পড়া হয়েছে

পলাশবাড়ী এস এম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
পলাশবাড়ী এস এম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
গত ২৭ মে সোমবার সকালে পলাশবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমাদুল ইসলাম উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
এসময় পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান, এস এম পাইলট মডেল সরকারি
উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বারী, পৌর মেয়রের প্রতিনিধি, শিক্ষক কর্মচারী ও গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
পলাশবাড়ী এস এম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত আব্দুল বারী বলেন, প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে।পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় অভিযোগ দাখিল করা হয়েছে।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান বলেন এ ব্যাপারে লিখিত কোন অভিযোগ পাওয়া যায় নি।
পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান বলেন প্রাথমিক ভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।পরবর্তীতে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য পলাশবাড়ী এস এম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ কোটি টাকার সারে ২৬ শতাংশ জমি জনৈক্য হয়রত আলী গং নিজেদের পত্রিক সম্পত্তি দাবী করে রাতের অন্ধকারে জবর দখল করে স্থাপনা গড়ে তোলে।বিষয়টি গণমাধ্যমে ফলাও করে প্রকাশিত হলে এই অভিযান পরিচালনা করে।