পলাশবাড়ীতে ভিজিএফ সুবিধাভোগীদের মাঝে খাওয়ার অনুপযোগী চাল বিতরণ

- আপডেট সময় : ০৯:৩৫:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪ ৮১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নে ৪ হাজার জন ও বরিশাল ইউনিয়নের ৪ হাজার ১ শত ১৫ জন সুবিধাভোগীর মাঝে খাওয়ার অনউপযোগী চাল বিতরণ করা হয়েছে। চাল গুলো খাওয়ার অনউপযোগী যেমন তেমনি ওজনেও কম দেওয়া হয়েছে। গত ২ এপ্রিল মঙ্গলবার সকালে হতে বিকাল পর্যন্ত এসব চাল বিতরণ করা হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মনোহরপুর ইউনিয়ন পরিষদ হতে সুবিধাভোগীদের মাঝে খাদ্য গুদাম হতে প্রদানকৃত খাওয়ার অনউপযোগী চাল,যে গুলো লালচে, খাওয়া, ভাঙ্গা ও ছাতা পড়া চাল বিতরণ করে।অপরদিকে বরিশাল ইউনিয়ন পরিষদ হতে সুবিধা ভোগীদের মাঝে একই চাল বিতরণ করা হয়।
সুবিধাভোগীদের দাবী, খাওয়ার অনউপযোগী চাল দেওয়া হয়েছে। যে চাল হাস মুরগী,গরু ছাগল কে খাওয়ানো যাবে না। সেখানে মানুষ এসব চাল খাবে কি ভাবে।
এবিষয়ে মনোহরপুর ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াহাব প্রধান রিপন জানান, ডিও অনুযায়ী খাদ্য গুদাম হতে পাওয়া চাল বিতরণ করেছি। এখন চাল গুলো একটু সমস্যা আছে। এবিষয়ে বরিশাল ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম এর কোন মন্তব্য পাওয়া যায়নি।
তবে উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত গুদাম কর্মকর্তা মামুন জানান, গুদামে হতে স্যাম্পল সহ চাল প্রদান করা হয়েছে। কোথাও এমন চাল পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান জানান, কোথাও এমন চাল পাওয়া গেলে বিতরণ বন্ধ করা হবে এবং চাল পরিবর্তন করে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, পলাশবাড়ী উপজেলা জুড়ে ৮ টি ইউনিয়ন ও পৌরসভায় মোট প্রায় সাড়ে ৩৪ হাজার সুবিধাভোগীর হাতে এসকল সুযোগ সুবিধা প্রদান করা হবে। এসব খাওয়ার অনউপযোগী চাল পরিবর্তন করে খাওয়ার উপযোগী চাল বিতরণ করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবী জানান সচেতন মহল।