পলাশবাড়ীতে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হলো গ্রন্থাগার ও বই মেলা
গ্রন্থাগারে বই পড়ি,স্মার্ট বাংলাদেশ গড়ি এই শ্লোগান কে সামনে রেখে এবার গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার মাঠের হাটে অনুষ্ঠিত হলো গাইবান্ধা গ্রন্থাগার বই মেলা। গাইবান্ধা বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের আয়োজনে গত ১ লা মার্চ শুক্রবার থেকে ৩ রা মার্চ রবিবার পর্যন্ত তিন দিন ব্যাপী পলাশবাড়ী উপজেলার মাঠের হাট বাজারে গাইবান্ধা জেলার বিভিন্ন উপজেলার পাঠাগার গুলোর অংশগ্রহণে তিনদিন ব্যাপী অনুষ্ঠিত হলো এ মেলা।
২৪ টি স্টলে সাজানো হয়েছে মাঠের হাটের এবারের এ বই মেলা চত্বর । মেলার শেষ দিনে বাংলাদেশ আওয়ামীলীগ পলাশবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও ৫নং মহদীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল মেলার প্রতিটি স্টল ঘুরে দেখেন। এবং এবারের ন্যায় প্রতিবছরেই যেন বই মেলা পলাশবাড়ীতে অনুষ্ঠিত হয় সংশ্লিষ্ট সকলের প্রতি আশাবাদ ব্যাক্ত করেন।এসময় আরো উপস্থিত ছিলেন ৬নং বেতকাপা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তাসহ অনেকে।
এদিকে বই মেলাকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে স্থানীয় বই প্রেমী পাঠক ,লেখক ও পাঠাগারের উদ্যোক্তাদের মাঝে।মেলায় আসা দর্শনার্থীরা জানান, এবছর মাঠের হাটে গাইবান্ধা বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের উদ্যোগে এমন একটি বই মেলার আয়োজন করায় জ্ঞানপিপাষু মানুষদের মাঝে বইয়ের প্রতি আগ্রহ বাড়িয়ে দিয়েছে এবং মানুষকে বই মুখী করবে বলে জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.