পরাজিত শক্তি তোমাদের ষড়যন্ত্র ও উস্কানিতে কোন কাজ হবে না”ইনশাআল্লাহ।ডা:শফিকুর রহমান জামায়াতে আমির বাংলাদেশ

- আপডেট সময় : ১২:৫৩:০৩ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ৭৯ বার পড়া হয়েছে

মোঃ আসাদুজ্জামান,শার্শা উপজেলা প্রতিনিধি :—-ইং২৯/১১/২০২৪ সন্ধা ৭:৩০ ঘটিকায় যশোর শার্শা নাভারন সাতক্ষীরা মোড়ে শার্শা জমায়াত ইসলামী কর্তৃক আয়োজিত এক পথসভা অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি বাংলাদেশ জমায়েত ইসলামির আমির ডা: শফিকুর রহমান বলেন আমার আপনার সন্তানদের রক্তের বিনিময়ে আজ আমরা স্বাধীন হতে পেরেছি এবং আমাদের সন্তানেরা তাদের গরম রক্ত ঢেলে দিয়ে মাথা ঠান্ডা করে আমাদের মুক্তির পথ দেখিয়েছে।ঝরে যাওয়া সকল তাজা প্রাণের ও আন্দোলনরত সকল সন্তানদের প্রতি তিনি স্যালুট জানান।তিনি বলেন ২০০৬ সালের ২৮ শে অক্টোবর থেকে শুরু করে ২০২৪ সালের ৫ই আগস্ট পর্যন্ত যারা ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে অন্যায় ও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে গিয়ে যারা শহীদ হয়েছেন আল্লাহ তায়ালা তাদের সকলকে শহীদ হিসেবে কবুল করুন।তিনি বলেন গত তিনদিন আগেও নৃশংস ভাবে একজন আইনজীবীকে চট্টগ্রাম আদালত থেকে অপহরণ করে নিয়ে তাকে হত্যা করা হয়েছে আমরা বুঝতে পারছি পরাজিত শক্তি বিভিন্নভাবে জনগণকে উস্কানি দিচ্ছেন দেশকে অশান্ত করার জন্য।আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই আমরা কোন অবস্থাতেই তোমাদের কুমতলব বাস্তবায়ন করতে দিবো না তোমাদের কোন উস্কানিতে কাজ হবে না ইনশাআল্লাহ। দেশের জনগণ এদেশকে ভালোবাসে,তার প্রমাণ দিয়েছে ৫ তারিখের পর থেকে এখন পর্যন্ত।আওয়ামী দলের নেতা বলেছিলেন তাদের সৈরশাসনের পতন হলে ওই দিনে ৫ লক্ষ লোক তাদের নাকি খুন হবে আমি জিজ্ঞাসা করতে চাই বাংলাদেশে আওয়ামী লীগের ৫ লক্ষ লোক ৫ও৬ আগস্ট খুন হয়েছে?তারা দায়িত্ব জ্ঞানহীন হতে পারে তারা তাদের দলীয় লোকদেরকে সন্ত্রাসী ও গুন্ডা বানাতে পারে কিন্তু বাংলাদেশের জনগণ দায়িত্ব ও জ্ঞানহীন নয়।এদেশের জনগণ দেশকে ভালোবাসে যারা সুনির্দিষ্ট অপরাধ করেছেন খুন করেছেন গুম করেছেন মানুষকে পঙ্গু করেছেন দেশের টাকা চুরি ও লুন্ঠন করেছেন তাদের সকলের অবশ্যই আল্লাহর জমিনে বিচার হবে , ওদের যদি বিচার না হয় তাহলে বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি প্রতিষ্ঠিত হবে আর আজকের যুবকরা আগামী দিনের ডাকাতে পরিণত হবে।আমার রাষ্ট্রের সম্পদ জনগণের সম্পদ কেউ আর ডাকাতি করুক জনগণ চায় না।এজন্য এই বিপ্লবের সাথে সাথেই আমরা আমাদের দলীয় কর্মীদেরকে জানিয়েছিলাম শান্ত থাকুন,ধৈর্য ধরুন,দেশ গড়ায় অংশগ্রহণ করুন-আলহামদুলিল্লাহ, জনগণ শান্ত থেকেছে ধৈর্য ধরেছে আমরা আমাদের নেতাদেরকে কঠিন ভাবে হুঁশিয়ারি দিয়েছিলাম মানুষের মালের উপর,সম্পদের উপর, ইজ্জতের উপর- আমাদের হাত যেন সেদিকে না পড়ে বাংলাদেশের ৫৬ হাজার বর্গমাইল এর কোথাও হতে আমাদের কাছে অভিযোগ আসেনি যে আমাদের কোন নেতাকর্মী চাঁদাবাজি দখলদারিতে লিপ্ত হয়েছে এটা আমাদের কৃতিত্ব নয় যে মাওলা আমাদের সুযোগ দিয়েছে এটা ধারি কৃতিত্ব এজন্য আমরা তারই শুকরিয়া আদায় করি আমাদের দেশে আগামীতে আমাদের দেশে আরো ষড়যন্ত্র ও উস্কানি হবে সকল ষড়যন্ত্র ও উস্কানিতে ধৈর্যে ধারণ করতে হবে ধৈর্যের পরীক্ষা আমাদের শেষ হয় নাই মুমিনরা যতদিন বেঁচে থাকবে মুমিনদেরকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে ইনশাআল্লাহ,এই শার্শাবাসি সেই ধৈর্যের পরীক্ষা দিতে রাজি আছেন??সেই পূর্ণ বিজয় দেশের মুক্তিকামী মানুষের প্রিয় ঠিকানায় না আসা পর্যন্ত এই ধৈর্যের পরিচয় দিয়ে যেতে হবে ইনশাআল্লাহ- পরিশেষে আগামীতে মুক্তির সংগ্রামে, লড়াইয়ে,আপনাদের সাথে আবারো দেখা হবে বলে আশ্বাস প্রদান করে তিনি তার বক্তব্য শেষ করেন আমিরে জামায়েত পথসভা স্থলে পৌঁছানোর পূর্বে শার্শা থানা আমির অধ্যাপক ফারুক হাসানের উক্ত পথসভাস্থলে শার্শা থানা আমির অধ্যাপক ফারুক হাসানের সভাপতিত্বে ও মাওলানা মিজানুর রহমান এবং জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন-মাওলানা আজিজুর রহমান কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, অধ্যাপক গোলাম রাসূল জেলা আমির, মাওলানা হাবিবুর রহমান জেলা নায়েবে আমির, মাওলানা শিহাব উদ্দিন জেলা কর্ম পরিষদ সদস্য, মোঃ রেজাউল ইসলাম বেনাপোল থানা আমির, মাওলানা ইউসুফ আলী বেনাপোল থানা সেক্রেটরি,মাওলানা নূর মোহাম্মদ জেহাদি শার্শা কর্মপরিষদ মাওলানা মুজিবুর রহমান বেনাপোল থানা কর্ম পরিষদ মাওলানা হাবিবুর রহমান শার্শা উপজেলা কর্ম পরিষদ আবুল কালাম আজাদ উপজেলা কর্ম পরিষদ ,মাওলানা নূর মোহাম্মদ জেহাদি শার্শা কর্মপরিষদ মাওলানা মুজিবুর রহমান বেনাপোল থানা কর্ম পরিষদ মাওলানা হাবিবুর রহমান শার্শা উপজেলা কর্ম পরিষদ আবুল কালাম আজাদ উপজেলা কর্ম পরিষদ ,ফিরোজ আল মাহমুদ শার্শা উপজেলা কর্ম পরিষদ সদস্য, আব্দুল্লাহ আল মামুন সভাপতি যশোর জেলা ছাত্রশিবির, মাওলানা ইব্রাহিম খলিল সভাপতি গোগা ইউনিয়ন,হাসান আহমেদ আমির শার্শা ইউনিয়ন, আবুজর সভাপতি শার্শা ছাত্রশিবির প্রমূখ।