
মোহাম্মদ হানিফ,ফেনী স্টাফ রিপোর্টার:অবৈধভাবে পরিচালিত কারখানার আগুন পানি দিয়ে নিয়ন্ত্রণ—অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক দাশগুপ্ত ও সহকারী কমিশনার (ভূমি) এস. এম. শাফায়াত আক্তার নূর
ফেনীর পরশুরামে বক্সমাহমুদ এলাকার বিসমিল্লাহ বিকস্ ও খন্ডলহাই সততা বিকস্ কারখানায় পরিবেশ অধিদপ্তরের বিশেষ অভিযানে প্রয়োজনীয় অনুমোদন ও কাগজপত্র না থাকায় স্থাপনাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে বিধি লঙ্ঘনের দায়ে আর্থিক জরিমানাও করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর ফেনীর উপপরিচালক (চলতি দায়িত্ব) দাশগুপ্ত। সঙ্গে ছিলেন পরশুরাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস. এম. শাফায়াত আক্তার নূর। কারখানাগুলোতে অনুমোদনহীনভাবে উৎপাদন চলার কারণে অগ্নিকাণ্ডের ঝুঁকি ছিল বলে জানান কর্মকর্তারা।
অভিযান চলাকালে কারখানার ভেতরে থাকা আগুন পানি দিয়ে নিয়ন্ত্রণে আনেন অভিযানে অংশ নেওয়া সদস্যরা। পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।
আপনি চাইলে আমি এই খবরটি আরও বিশদ রিপোর্ট, অনলাইন সংস্করণ, অথবা ব্রেকিং নিউজ ফরম্যাটে সাজিয়ে দিতে পারি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.