পরশুরামে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:১৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ ৪৪ বার পড়া হয়েছে

মোহাম্মদ হানিফ,স্টাফ রিপোর্টার ফেনীঃ
ফেনী জেলা তথ্য অফিসের উদ্যোগে পরশুরাম উপজেলার অনন্তপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে অনুষ্ঠিত এই সমাবেশে বিভিন্ন সামাজিক সচেতনতামূলক বিষয়ের ওপর আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা শিক্ষা অফিসার জামাল হোসেন ভুইয়া। আরও উপস্থিত ছিলেন অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নূর মোস্তফা এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ।
আলোচনায় বক্তারা প্রাথমিক শিক্ষার গুরুত্ব, শিক্ষার মাধ্যমে নারী ক্ষমতায়ন, বাল্যবিবাহের কুফল, মাদকের অপকারিতা এবং স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারজনিত ক্ষতি সম্পর্কে বিশদভাবে তুলে ধরেন।
সমাবেশে মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার আবদুল্লাহ আল আমিন। তিনি নারীদের শিক্ষায় অগ্রগতি ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা তথ্য অফিস, ফেনীর ঘোষক আশরাফুল আলম।
নারী সমাবেশকে ঘিরে স্থানীয় এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।




















