পরমহংস মহাযোগী স্বামী সুরেশ্বরানন্দ পুরী মহারাজের আবির্ভাব তিথি অনুষ্ঠিত

- আপডেট সময় : ০২:২২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫ ২২ বার পড়া হয়েছে

মিলন বৈদ্য শুভ, চট্টগ্রাম:আধ্যাত্মিক মহাপুরুষ পরমহংস মহাযোগী স্বামী সুরেশ্বরানন্দ পুরী মহারাজের আবির্ভাব তিথি শনিবার (২৫ আগস্ট) চট্টগ্রাম গোসাইলডাঙ্গায় মহাসমারোহে পালিত হয়েছে।
দিনব্যাপী আয়োজনে ছিল মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, গীতাযজ্ঞ, সমবেত প্রার্থনা, ভজন-কীর্তন, ধর্মীয় আলোচনা ও মহাপ্রসাদ বিতরণ। সকাল থেকে আশ্রম প্রাঙ্গণে ভক্তদের ঢল নামে। দূর-দুরান্ত থেকে হাজার হাজার নর-নারী এ মহতী অনুষ্ঠানে সমবেত হন।
১৯৩১ সালের এই দিনে চট্টগ্রামের দোহাজারীতে এক ধর্মপরায়ণ পরিবারে জন্মগ্রহণ করেন স্বামী সুরেশ্বরানন্দ পুরী মহারাজ। শৈশবকাল থেকেই সত্যবাদিতা, দয়া ও ভক্তিময় জীবনাচরণে তিনি সবার কাছে হয়ে ওঠেন অনন্য। পরবর্তীতে সংসার ত্যাগ করে পুরী পরম্পরায় দীক্ষা গ্রহণের মাধ্যমে তিনি ‘স্বামী সুরেশ্বরানন্দ পুরী’ নামে সমধিক পরিচিতি লাভ করেন।
আজীবন তিনি ব্রহ্মচর্য, অহিংসা, সমাজসেবা ও আধ্যাত্মিক সাধনাকে জীবনের মূলমন্ত্র হিসেবে ধারণ করেছেন। তাঁর প্রেরণায় প্রতিষ্ঠিত দোহাজারীর কেন্দ্রীয় তপোবন আশ্রমসহ দেশের বিভিন্ন আশ্রম আজও নামযজ্ঞ, আখণ্ড জপ, অন্নছত্র, শিক্ষাসাহায্য ও দুঃস্থদের সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
তাঁর জীবনমুখী বাণী ছিল সহজ-সরল:
“ঈশ্বরকে ডাক; ঈশ্বরের কথায় সুখী হও। ঈশ্বরপথে মতি-গতি-রতি রাখ—জীবন সুন্দর হবে।”
২০০২ সালে দেহত্যাগ করলেও তাঁর আদর্শ ও জীবনদর্শন আজও সমানভাবে প্রাসঙ্গিক। প্রতিবছরের মতো এবছরও দেশব্যাপী বিভিন্ন তপোবন আশ্রমে যথাযোগ্য মর্যাদা ও ভক্তিভরে পালিত হচ্ছে মহাযোগী স্বামী সুরেশ্বরানন্দ পুরী মহারাজের আবির্ভাব তিথি।