পরকীয়া করে অন্য ছেলের সাথে চলে গেলেন স্ত্রী

- আপডেট সময় : ০৬:০৬:২৮ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪ ২৩৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি :-পরকীয়া করে অন্য ছেলের হাত ধরে সাথে চলে গেলেন নজরুল ইসলামের স্ত্রী।
কেশবপুর পৌরসভার ৭নং ওয়ার্ডে মধ্যকুল মোড়ল পাড়া, পিতা: আব্দুল গফুর সানার ছেলে মো:নজরুল ইসলামের স্ত্রী মোছা:কুলছুম বেগম (২৪), বাবার বাড়ি নাঙ্গলঝাড়া কলারোয়া সাতক্ষীরা,নজরুল ইসলাম বলেন, অনেক দিন ধরে এই পরকীয়া সাথে জড়িত, এই দম্পতিদের ২টা ছেলে সন্তান আছে বড় সন্তানের নাম মো: আল মামুন, বয়স (১০) বছর, ছোট সন্তানের নাম মো: মাহফুজ উদ্দিন, বয়স (০৫) বছর। স্ত্রী যাওয়ার সময় ছোট সন্তান মাফুজ উদ্দিনকে সাথে নিয়ে যায় এবং নজরুল ইসলাম বলেন ক্যাশ ৭০ হাজার টাকা নিয়ে চলে গেছে।
পরকীয়া আসুত্য ছেলের মো: মামুন হোসেন (২৪) বাড়ি যশোর রূপদিয়া, মো: নজরুল ইসলাম বলেন ওরা বর্তমানে অবস্থান করছে আকিজ জুট মিলে দুজন ওখানে আছেন, নজরুল ইসলাম আরও বলেন অনেকদিন ধরে এই পরকীয়া করে আসছেন,কারন আমি তো বাড়িতে থাকতে পারিনা তেমন, আমি ঢাকায় ইট ভাটায় কাজ করতে গিয়েছিলাম, আমি ঢাকায় থাকা অবস্থায় সুযোগ বুঝে দুজন মিলে পরিকল্পনা করে টাকা পয়সা নিয়ে চলে গেলেন।
নজরুল ইসলাম আরও বলেন আমি ঢাকায় ইট ভাটায় যাওয়ার আগে এক রুটি কারখানায় কাজ করতাম কলারোয়াতে। এই কারখানাতে আমি অনেকদিন কাজ করছি, তারপর ঢাকায় গিয়েছিলাম। নজরুল ইসলাম পিশায় একজন দিনমজুর অনেক দিন ধরে কলারোয়া বেকারি কারখানায় কাজ করতেন এবং কারখানা থেকে মাল নিয়ে এসে দোকানে দোকানে সেল করতেন, নজরুল ইসলাম বলেন আমি দীর্ঘদিন এই কারখানায় কাজ করছিলাম আমি ভোররাতে বাড়ি থেকে বের হয় রাত এগারো বারোটায় বাড়ি ফিরে সারাদিনটা কাটে আমার রাস্তাঘাটে এই এজন্য এখানে কাজ আমি বাদ দিয়েছি।
এখান থেকে যাওয়ার পর আমি ঢাকায় ইট ভাটায় চলে যায় যাওয়ার কিছুদিন পরে এই ঘটনা ঘটে, আমি ঢাকা থেকে চলে আসি এসে কেশবপুরে এক পোল্টি খামারে কাজ করি এখন বর্তমান।