পবিপ্রবি ফুটবল টুর্নামেন্টে ফিশারিজ অনুষদের জয়
- আপডেট সময় : ১১:০১:৪৫ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ ৭ বার পড়া হয়েছে

মোঃ সজিব সরদার
স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)-এর আন্তঃঅনুষদ ফুটবল টুর্নামেন্ট–২০২৫-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান রবিবার (৭ ডিসেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে।
শারীরিক শিক্ষা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান, ট্রেজারার প্রফেসর ড. আব্দুল লতিফ এবং রেজিস্ট্রার প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিন।
ফাইনাল খেলায় ফিশারিজ অনুষদ ১-০ গোলে এএনএসভিএম অনুষদকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শুরুতে শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (অ.দা.) ড. আমিনুল ইসলাম টিটোর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন,“বিশ্ববিদ্যালয় পর্যায়ে সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শৃঙ্খলাবোধ, পারস্পরিক সহযোগিতা ও নেতৃত্ব গুণাবলি অর্জনে খেলাধুলার বিকল্প নেই। পবিপ্রবি ক্যাম্পাসে ক্রীড়াঙ্গনের পরিবেশ দিন দিন আরও সমৃদ্ধ হচ্ছে, যা আমাদের জন্য অত্যন্ত গর্বের।
তিনি আরও বলেন, “শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের সুনাম ছড়িয়ে দিক—এটাই আমাদের প্রত্যাশা।”
অনুষ্ঠান শেষে তিনি চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এবারের টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের ৮টি অনুষদ অংশগ্রহণ করে। প্রায় দুই সপ্তাহব্যাপী আয়োজিত এ টুর্নামেন্টে প্রতিদিনই অনুষ্ঠিত হয় প্রতিযোগিতামূলক ও উৎসবমুখর খেলা। খেলোয়াড়দের নৈপুণ্য, মনোবল ও দলগত প্রচেষ্টায় প্রতিটি ম্যাচ ছিল উপভোগ্য। পুরো আয়োজনটি শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের মিলনমেলায় রূপ নেয়।
# বার্তা প্রেরক:
মোঃ সজিব সরদার,স্টাফ রিপোর্টারঃ
মোবাইল: ০১৬১২১৭৯৯৬৭
তারিখ: ০৭.১২.২০২৫ ইং



















