ঢাকা ১০:১০ অপরাহ্ন, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পবিপ্রবির আইন অনুষদের নবীন বরণ ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কওমী-সুন্নীর রক্তক্ষয়ী সংঘর্ষে হঠাৎ নাটকীয় সমাপ্তি চন্দনাইশ থানার বিশেষ অভিযানে ২টি বন্দুক দেশীয় অস্ত্র সহ আসামি আটক পবিপ্রবিতে শৈবাল গবেষণা, খাবার ও প্রসাধনী শিল্পে সম্ভাবনার নতুন দিগন্ত শৃঙ্খলা ও দক্ষতার অঙ্গীকারে বরগুনায় আনসার মৌলিক প্রশিক্ষণ সমাপনী সাতক্ষীরায় কথিত সাংবাদিক আলামিন সরদারের চাঁদাবাজিতে বিপাকে কর্মকর্তা—কর্মচারী ব্যবসায়ী রাজনীতিবিদরা রায়পুরায় আশরাফুন্নেছা স্কুলের নাম পরিবর্তন করে “শহীদ আবু সাঈদ স্কুল জামালপুরের বকশীগঞ্জে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ জহুরুল হোসেনকে শুভেচ্ছা স্মারক শুভেচ্ছা প্রদান করা হয়েছে ঢাকুরিয়া কলেজে ভাবগম্ভীর পরিবেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা) উদযাপন সুন্দরবনের অভয়ারণ্য থেকে ৪ জেলেকে আটক করেছে বন বিভাগ

পবিপ্রবিতে শৈবাল গবেষণা, খাবার ও প্রসাধনী শিল্পে সম্ভাবনার নতুন দিগন্ত

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:০৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫ ১৪ বার পড়া হয়েছে

‎মোঃ সজিব সরদার,স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শৈবাল গবেষণায় উন্মোচন করেছে নতুন দিগন্ত। উপকূলের অযত্নে বেড়ে ওঠা সামুদ্রিক শৈবাল এখন প্রক্রিয়াজাত হয়ে রূপ নিচ্ছে নিত্যপ্রয়োজনীয় খাবার ও প্রসাধনী সামগ্রীতে।

‎পবিপ্রবির মাৎস্যবিজ্ঞান অনুষদের ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা দীর্ঘ কয়েক মাস ধরে এই গবেষণায় কাজ করে যাচ্ছেন। তাঁদের হাত ধরে তৈরি হচ্ছে আইসক্রিম, মিষ্টি, জিলাপি, বিস্কুট, শুশির উপকরণ নুরি শিটসহ নানা ধরনের খাবার। পাশাপাশি বাজারজাত উপযোগী ফুড সাপ্লিমেন্ট ট্যাবলেট, সাবান ও উবটানসহ প্রসাধনী সামগ্রীও প্রস্তুত হচ্ছে।

‎শিক্ষার্থীরা নিজেরাই এসব খাবারের স্বাদ গ্রহণ করে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তাঁদের প্রত্যাশা—এই উদ্ভাবিত পণ্য বাজারজাত হলে ব্যাপক সাড়া ফেলবে এবং দেশীয় শিল্পে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।

‎পবিপ্রবির অধ্যাপক ড. মো. রাজীব সরকার বলেন, “আমি শৈবালকে সামুদ্রিক সবজি বলি। এতে রয়েছে প্রোটিন, ভিটামিন ও মিনারেলসসহ প্রচুর অ্যান্টি–অক্সিডেন্ট, যা শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়। শুধু খাবার নয়, শৈবাল থেকে বায়োপ্লাস্টিক ও বায়োডিজেলও তৈরি সম্ভব।”

‎অন্যদিকে খাদ্য মাইক্রোবায়োলজি ও নিরাপত্তা বিভাগের অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম মনে করেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং প্রাণী ও উদ্ভিজ্জ উপকরণের ওপর চাপ কমাতে শৈবাল হতে পারে একটি কার্যকর বিকল্প উৎস।

‎স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মোস্তারিয়া জান্নাত ( লুথ্যারন হেলথ কেয়ার) বলেন, “সামুদ্রিক শৈবালে রয়েছে ফাইবার, প্রোটিন, ভিটামিন ও ওমেগা–৩। এগুলো রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক। তাছাড়া ত্বক ও চুলের যত্নে শৈবাল অত্যন্ত কার্যকর।”

‎বিশেষজ্ঞদের মতে, পবিপ্রবির এই গবেষণা শুধু খাদ্য ও স্বাস্থ্য খাতে নয়, প্রসাধনী এবং শিল্পজাত পণ্যে এক নতুন বিপ্লবের সূচনা করতে পারে।


নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দৈনিক বাংলাদেশের চিত্র একটি অনলাইন নিউজ পোর্টাল। এই পত্রিকার মূল স্লোগান হলো "সত্য প্রকাশে আপোষহীন"।আমরা এ দেশের নিপীড়িত ও নির্যাতিত মানুষের কথা বলি।একজন অসহায় মানুষের পাশে দাড়িয়ে অন্যায় প্রতিরোধে সাহায্য করতে আমরা সর্বদা অঙ্গীকারবদ্ধ।দৈনিক বাংলাদেশের চিত্র পত্রিকা গনমানুষের কথা বলে।
ট্যাগস :

পবিপ্রবিতে শৈবাল গবেষণা, খাবার ও প্রসাধনী শিল্পে সম্ভাবনার নতুন দিগন্ত

আপডেট সময় : ০৭:০৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫

‎মোঃ সজিব সরদার,স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শৈবাল গবেষণায় উন্মোচন করেছে নতুন দিগন্ত। উপকূলের অযত্নে বেড়ে ওঠা সামুদ্রিক শৈবাল এখন প্রক্রিয়াজাত হয়ে রূপ নিচ্ছে নিত্যপ্রয়োজনীয় খাবার ও প্রসাধনী সামগ্রীতে।

‎পবিপ্রবির মাৎস্যবিজ্ঞান অনুষদের ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা দীর্ঘ কয়েক মাস ধরে এই গবেষণায় কাজ করে যাচ্ছেন। তাঁদের হাত ধরে তৈরি হচ্ছে আইসক্রিম, মিষ্টি, জিলাপি, বিস্কুট, শুশির উপকরণ নুরি শিটসহ নানা ধরনের খাবার। পাশাপাশি বাজারজাত উপযোগী ফুড সাপ্লিমেন্ট ট্যাবলেট, সাবান ও উবটানসহ প্রসাধনী সামগ্রীও প্রস্তুত হচ্ছে।

‎শিক্ষার্থীরা নিজেরাই এসব খাবারের স্বাদ গ্রহণ করে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তাঁদের প্রত্যাশা—এই উদ্ভাবিত পণ্য বাজারজাত হলে ব্যাপক সাড়া ফেলবে এবং দেশীয় শিল্পে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।

‎পবিপ্রবির অধ্যাপক ড. মো. রাজীব সরকার বলেন, “আমি শৈবালকে সামুদ্রিক সবজি বলি। এতে রয়েছে প্রোটিন, ভিটামিন ও মিনারেলসসহ প্রচুর অ্যান্টি–অক্সিডেন্ট, যা শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়। শুধু খাবার নয়, শৈবাল থেকে বায়োপ্লাস্টিক ও বায়োডিজেলও তৈরি সম্ভব।”

‎অন্যদিকে খাদ্য মাইক্রোবায়োলজি ও নিরাপত্তা বিভাগের অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম মনে করেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং প্রাণী ও উদ্ভিজ্জ উপকরণের ওপর চাপ কমাতে শৈবাল হতে পারে একটি কার্যকর বিকল্প উৎস।

‎স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মোস্তারিয়া জান্নাত ( লুথ্যারন হেলথ কেয়ার) বলেন, “সামুদ্রিক শৈবালে রয়েছে ফাইবার, প্রোটিন, ভিটামিন ও ওমেগা–৩। এগুলো রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক। তাছাড়া ত্বক ও চুলের যত্নে শৈবাল অত্যন্ত কার্যকর।”

‎বিশেষজ্ঞদের মতে, পবিপ্রবির এই গবেষণা শুধু খাদ্য ও স্বাস্থ্য খাতে নয়, প্রসাধনী এবং শিল্পজাত পণ্যে এক নতুন বিপ্লবের সূচনা করতে পারে।