স্টাফ রিপোর্টার:-
"একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন" এই স্লোগানকে ধারণ করে পথচলা বাঁধন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ইউনিটের নবীনবরণ, ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ মার্চ) বিকেল ৫টা ৩০ মিনিটে পবিপ্রবির কৃষি অনুষদের কনফারেন্স কক্ষে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাঁধন পবিপ্রবি ইউনিটের সভাপতি মোঃ মুশফিকুর রহমানের সভাপতিত্ত্বে সাধারণ সম্পাদক তৈমুর রহমান তামিমের সঞ্চালণায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও বাঁধন পবিপ্রবি ইউনিটের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. সন্তোষ কুমার বসু,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. অনুপ কুমার মন্ডল,প্রফেসর চিন্ময় বেপারী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত এবং শেষ অংশে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাঁধন কর্মী নিউট্রিশন এন্ড ফুড সাইন্স অনুষদের শিক্ষার্থী মোঃ জান্নাতীন নাঈম জীবন।অনুষ্ঠানে প্রফেসর ড. সন্তোষ কুমার বসু নবীনদের শিক্ষা উপকরণ বিতরণের মধ্যে দিয়ে বরণ করে নেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জোনাল প্রতিনিধি মেহেদী হাসান ইমন,বাঁধন পবিপ্রবি ইউনিটের উপদেষ্টাবৃন্দ,বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ এবং বাঁধন কর্মীবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.