ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শার্শায় সাংবাদিক মনি’র মুক্তির দাবিতে মানববন্ধন কাউখালি বেকুটিয়ায় বিশ্ব নদী দিবস ২০২৫ইং পালিত শাল্লায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরাম’র উপজেলা শাখায় কমিটি গঠন করা হয় বিশ্ব নদী দিবস ২০২৫ উপলক্ষে গ্রীন ভয়েসের মানববন্ধন কুলিয়া চরবালিথা মুনষ্টার তরুণ সংঘের নবনির্বাচিত কমিটির সদস্যদের সংবর্ধনা উজিরপুরে বিএনপি নেতা বহিষ্কার: ধর্মীয় সম্প্রীতি ভাঙা ও কুকীর্তির গল্প শ্যামনগরে বিশ্ব নদী দিবসে মানববন্ধন অনুষ্ঠিত পবিপ্রবিতে নারী শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ-সুবিধা চালু সদস্য পরিচিতি সভা ও নারী শিশু নির্যাতন দমন এবং মাদক নির্মূলে আমাদের করণীয় আলোচনা সভা চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন

পবিপ্রবিতে নারী শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ-সুবিধা চালু

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৩২:১৮ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫ ৭৬ বার পড়া হয়েছে





‎মোঃ সজিব সরদার,‎স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) নারী শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির পুরাতন ভবনের দ্বিতীয় তলায় উদ্বোধন করা হয়েছে নারী শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক নামাজ রুম। ধর্মীয় অনুশীলনের জন্য এখানে রাখা হয়েছে প্রয়োজনীয় সব ব্যবস্থা—পরিচ্ছন্ন কার্পেট, যথাযথ পর্দা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, পূর্ণাঙ্গ ওজুখানার সুব্যবস্থা। ফলে ধর্মপ্রাণ ছাত্রীদের জন্য এটি হয়ে উঠছে স্বস্তি ও মর্যাদার এক অনন্য স্থান।

‎গত শনিবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। পরে নামাজ রুমটি পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম, লাইব্রেরিয়ান অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান, চাঁদ সুলতানা হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আবুইউসুফ এবং এগ্রিকালচারাল বোটানি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. জহুরুল হক।

‎এই উদ্যোগ সম্পর্কে লাইব্রেরিয়ান অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান বলেন, “নারী শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মাননীয় উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারারের আন্তরিক সহযোগিতায় এ রুমটি স্থাপন করা সম্ভব হয়েছে। এখন সব কার্যক্রম সম্পন্ন হওয়ায় খুব শিগগিরই শিক্ষার্থীরা এটি ব্যবহার করতে পারবে।

‎বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম তাঁর অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী আমার কাছে সন্তানের মতো। তাদের প্রয়োজন, তাদের স্বপ্ন এবং ধর্মীয় অনুশীলনের অধিকারকে আমি সর্বোচ্চ গুরুত্ব দিই। নারী শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে, স্বাচ্ছন্দ্যে এবং মর্যাদার সঙ্গে নামাজ আদায় করতে পারে—এমন একটি স্থায়ী ব্যবস্থা করা আমার কাছে শুধু দায়িত্ব নয়, বরং একটি নৈতিক অঙ্গীকার ছিল। আজ সেই দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় আমি আনন্দিত। আমি বিশ্বাস করি, এই নামাজ রুম শিক্ষার্থীদের অন্তরে আনবে প্রশান্তি, নৈতিকতা ও আধ্যাত্মিকতার আলোকধারা।”

‎শুধু নামাজ রুমেই সীমাবদ্ধ থাকেনি পবিপ্রবি প্রশাসনের পদক্ষেপ। উপাচার্যের বিশেষ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পর্দানশীল ও ধার্মিক ছাত্রীদের জন্য আলাদা খাবার কক্ষ চালুর প্রস্তুতি চলছে, যার নাম রাখা হয়েছে ‘পর্দা কর্ণার’। পাশাপাশি ছাত্র-ছাত্রীদের জন্য খাবার গ্রহণের সময় যাতে ভিড় বা বিশৃঙ্খলা না হয়, সে জন্য আলাদা সিরিয়াল লাইনের ব্যবস্থা করা হচ্ছে। শিগগিরই এই সুবিধাগুলো চালু হলে শিক্ষার্থীরা পাবেন আরও সুশৃঙ্খল, আরামদায়ক ও মর্যাদাপূর্ণ পরিবেশ।

‎উল্লেখ্য, এর আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নারী শিক্ষার্থীদের জন্য আলাদা নামাজ কক্ষের ব্যবস্থা না থাকায় অস্থায়ীভাবে বিভিন্ন সময় নামাজের সুযোগ দেওয়া হলেও তা ছিল অপ্রতুল ও অপর্যাপ্ত। নতুন এই নামাজ রুম এবং আসন্ন সুবিধাগুলো সেই সমস্যার স্থায়ী সমাধান হিসেবে দেখা দিচ্ছে। শিক্ষার্থীরা মনে করছেন, উপাচার্যের ব্যক্তিগত আগ্রহ ও নিবিড় প্রচেষ্টায় স্থাপিত এই উদ্যোগগুলো শুধু ধর্মীয় অনুশীলন বা খাবার গ্রহণের জন্য নয়, বরং তাদের মানসিক প্রশান্তি, আত্মিক বিকাশ এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করার একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।


‎# বার্তা প্রেরক:-
‎মোঃ সজিব সরদার, স্টাফ রিপোর্টারঃ
‎মোবাইল: ০১৬১২১৭৯৯৬৭
‎তারিখ: ২৮.০৯.২০২৫ ইং




নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দৈনিক বাংলাদেশের চিত্র একটি অনলাইন নিউজ পোর্টাল। এই পত্রিকার মূল স্লোগান হলো "সত্য প্রকাশে আপোষহীন"।আমরা এ দেশের নিপীড়িত ও নির্যাতিত মানুষের কথা বলি।একজন অসহায় মানুষের পাশে দাড়িয়ে অন্যায় প্রতিরোধে সাহায্য করতে আমরা সর্বদা অঙ্গীকারবদ্ধ।দৈনিক বাংলাদেশের চিত্র পত্রিকা গনমানুষের কথা বলে।
ট্যাগস :

পবিপ্রবিতে নারী শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ-সুবিধা চালু

আপডেট সময় : ০৬:৩২:১৮ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫





‎মোঃ সজিব সরদার,‎স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) নারী শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির পুরাতন ভবনের দ্বিতীয় তলায় উদ্বোধন করা হয়েছে নারী শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক নামাজ রুম। ধর্মীয় অনুশীলনের জন্য এখানে রাখা হয়েছে প্রয়োজনীয় সব ব্যবস্থা—পরিচ্ছন্ন কার্পেট, যথাযথ পর্দা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, পূর্ণাঙ্গ ওজুখানার সুব্যবস্থা। ফলে ধর্মপ্রাণ ছাত্রীদের জন্য এটি হয়ে উঠছে স্বস্তি ও মর্যাদার এক অনন্য স্থান।

‎গত শনিবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। পরে নামাজ রুমটি পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম, লাইব্রেরিয়ান অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান, চাঁদ সুলতানা হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আবুইউসুফ এবং এগ্রিকালচারাল বোটানি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. জহুরুল হক।

‎এই উদ্যোগ সম্পর্কে লাইব্রেরিয়ান অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান বলেন, “নারী শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মাননীয় উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারারের আন্তরিক সহযোগিতায় এ রুমটি স্থাপন করা সম্ভব হয়েছে। এখন সব কার্যক্রম সম্পন্ন হওয়ায় খুব শিগগিরই শিক্ষার্থীরা এটি ব্যবহার করতে পারবে।

‎বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম তাঁর অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী আমার কাছে সন্তানের মতো। তাদের প্রয়োজন, তাদের স্বপ্ন এবং ধর্মীয় অনুশীলনের অধিকারকে আমি সর্বোচ্চ গুরুত্ব দিই। নারী শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে, স্বাচ্ছন্দ্যে এবং মর্যাদার সঙ্গে নামাজ আদায় করতে পারে—এমন একটি স্থায়ী ব্যবস্থা করা আমার কাছে শুধু দায়িত্ব নয়, বরং একটি নৈতিক অঙ্গীকার ছিল। আজ সেই দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় আমি আনন্দিত। আমি বিশ্বাস করি, এই নামাজ রুম শিক্ষার্থীদের অন্তরে আনবে প্রশান্তি, নৈতিকতা ও আধ্যাত্মিকতার আলোকধারা।”

‎শুধু নামাজ রুমেই সীমাবদ্ধ থাকেনি পবিপ্রবি প্রশাসনের পদক্ষেপ। উপাচার্যের বিশেষ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পর্দানশীল ও ধার্মিক ছাত্রীদের জন্য আলাদা খাবার কক্ষ চালুর প্রস্তুতি চলছে, যার নাম রাখা হয়েছে ‘পর্দা কর্ণার’। পাশাপাশি ছাত্র-ছাত্রীদের জন্য খাবার গ্রহণের সময় যাতে ভিড় বা বিশৃঙ্খলা না হয়, সে জন্য আলাদা সিরিয়াল লাইনের ব্যবস্থা করা হচ্ছে। শিগগিরই এই সুবিধাগুলো চালু হলে শিক্ষার্থীরা পাবেন আরও সুশৃঙ্খল, আরামদায়ক ও মর্যাদাপূর্ণ পরিবেশ।

‎উল্লেখ্য, এর আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নারী শিক্ষার্থীদের জন্য আলাদা নামাজ কক্ষের ব্যবস্থা না থাকায় অস্থায়ীভাবে বিভিন্ন সময় নামাজের সুযোগ দেওয়া হলেও তা ছিল অপ্রতুল ও অপর্যাপ্ত। নতুন এই নামাজ রুম এবং আসন্ন সুবিধাগুলো সেই সমস্যার স্থায়ী সমাধান হিসেবে দেখা দিচ্ছে। শিক্ষার্থীরা মনে করছেন, উপাচার্যের ব্যক্তিগত আগ্রহ ও নিবিড় প্রচেষ্টায় স্থাপিত এই উদ্যোগগুলো শুধু ধর্মীয় অনুশীলন বা খাবার গ্রহণের জন্য নয়, বরং তাদের মানসিক প্রশান্তি, আত্মিক বিকাশ এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করার একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।


‎# বার্তা প্রেরক:-
‎মোঃ সজিব সরদার, স্টাফ রিপোর্টারঃ
‎মোবাইল: ০১৬১২১৭৯৯৬৭
‎তারিখ: ২৮.০৯.২০২৫ ইং