পবিপ্রবিতে একাডেমিক কাউন্সিলের ৫৫তম সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:৫৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ ৪ বার পড়া হয়েছে

মোঃ সজিব সরদার,স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)-এর সর্বোচ্চ একাডেমিক নীতি-নির্ধারণী ফোরাম একাডেমিক কাউন্সিলের ৫৫তম সভা বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স রুমে শুরু হয়।
দিনব্যাপী এ সভায় বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক একাডেমিক উন্নয়ন, ভবিষ্যৎ পরিকল্পনা ও শিক্ষার মানোন্নয়ন বিষয়ে বিস্তৃত আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। সঞ্চালনা করেন রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান, কোষাধ্যক্ষ প্রফেসর মোঃ আবদুল লতিফ, রিজেন্ট বোর্ডের সম্মানিত সদস্য এবং একাডেমিক কাউন্সিলের সকল সদস্য।
দিনব্যাপী আলোচনায় বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটের চলমান কার্যক্রম পর্যালোচনা,কোর্স কারিকুলাম হালনাগাদ,শিক্ষার মান উন্নয়ন, গবেষণা অগ্রগতি,নতুন একাডেমিক উদ্যোগ গ্রহণসহ মোট ৭ জন গবেষককে পিএইচডি ডিগ্রি প্রদানের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনুমোদিত হয়।
সভায় উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন,“একাডেমিক মানোন্নয়ন কোনো বিশ্ববিদ্যালয়ের প্রাণ। পবিপ্রবিকে আমরা জাতীয় মানের অগ্রণী উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে উত্তীর্ণ করতে চাই। আজকের সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ আমাদের ভবিষ্যৎ একাডেমিক অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে।
তিনি আরও বলেন,“উৎকর্ষ অর্জনে শিক্ষা ও গবেষণায় সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। পবিপ্রবির উন্নয়নকাজে একাডেমিক কাউন্সিলের ভূমিকা অনস্বীকার্য—সকল সদস্যকে তাদের সক্রিয় অংশগ্রহণ ও মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ জানাই।
নির্ধারিত আলোচনার পর বিকেল ৫টায় ৫৫তম একাডেমিক কাউন্সিল সভার কার্যক্রম সফলভাবে সমাপ্ত হয়।



















