সংবাদ শিরোনাম :
পবিত্র হজ পালন শেষে দেশে ফিরছেন হাজীরা

নিজেস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ১১:৩২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪ ৮৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ রিয়াজ মিয়া
পবিত্র হজ এর আনুষ্ঠানিকতা শেষ, এবার দেশে ফেরার পালা। গত ২০ জুন থেকে শুরু হয়েছে ফিরতি ফ্লাইট। শনিবার (২২ জুন) সকাল পর্যন্ত ১০টি ফ্লাইটে দেশে ফিরেছেন মোট ৩৯২০ জন। এদিকে হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মোট ৩৫ জন বাংলাদেশি হাজীর মৃত্যু হয়েছে। শনিবার ধর্ম-মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছ। বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রের বরাতে এসব তথ্য জানিয়েছে হেল্পডেস্ক। জানা গিয়েছে বাংলাদেশ বিমানের প্রথম ফিরতি ফ্লাইট ৪১৭ হাজী নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ফ্লাইটটি সৌদির কিং আবদুল আজিজ বিমানবন্দর ছেড়ে আসে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায়। পরদিন তিনটি বিমান সংস্থার আরও ১০টি ফ্লাইট হাজীদের নিয়ে দেশে ফিরেছে। হাজী নিয়ে শেষ ফ্লাইটটি দেশে ফিরবে ২২ জুলাই।